ভোট দেওয়া নিয়ে বচসার জেরে স্ত্রীকে অনিচ্ছাকৃত খুন করার অভিযোগ ছিল গোপাল বৈরাগ্যের বিরুদ্ধে। তিন নাবালক ছেলেমেয়ের সাক্ষ্যে ওই মামলায় গোপালের সাত বছরের কারাদণ্ড হল। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা। শুক্রবার এই সাজা শোনান কালনার অতিরিক্ত জেলা জজ শুভ্রা ঘোষ। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১০ সালের ৩০ মে পুলিশের কাছে লিখিত অভিযোগে কালনার ধাত্রীগ্রাম পঞ্চায়েতের গ্রাম কালনার বাসিন্দা সুধীর বৈরাগ্য জানান, তাঁর বোন গঙ্গাদেবীর বিয়ে হয়েছিল কালনা শহরের শাসপুর এলাকার গোপালের সঙ্গে। বিভিন্ন জায়গায় ওই দম্পতি কীর্তন গেয়ে বেড়াতেন। বিয়ের পর থেকেই গোপাল গঙ্গাদেবীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ সুধীরবাবুর। তিনি আরও জানিয়েছেন, ঘটনার দিন (৩০ মে) কালনায় ছিল পুরসভা নির্বাচন। তাঁর বোন ভোট দিতে যান। কিন্তু গোপাল তা চায়নি। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল। গঙ্গাদেবী বাড়ি ফিরতেই কীর্তন অভ্যাস করবে বলে তাঁকে ঘরের ভিতরে নিয়ে যায় গোপাল। সেখানে তিন সন্তানের সামনেই দরজার খিল এবং খোল (বাদ্যযন্ত্র) দিয়ে স্ত্রীকে সে বেধড়ক পেটায়। কিছু পরেই মারা যান গঙ্গাদেবী। ঘটনাস্থল থেকে রক্তমাখা খিলও উদ্ধার করে পুলিশ। মামলার সরকারি আইনজীবী বিকাশ রায় এ দিন বলেন, “নাবালক তিন সন্তানই আদালতে দাঁড়িয়ে বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। এরই পাশাপাশি অন্য সাক্ষ্য-প্রমাণেও বোঝা যায়, বিভিন্ন কারণে গোপাল তার স্ত্রীকে সন্দেহ করত। গোপালের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করেছিল পুলিশ।”
|
বর্ধমানের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা এবং সিপিএমের জেলা নেতা কমল গায়েনের হত্যাকাণ্ড নিয়ে দ্বিতীয় দফার তদন্ত রিপোর্ট শুক্রবার কলকাতা হাইকোর্টে জমা পড়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ওই জোড়া খুনের তদন্তভার জেলা পুলিশের হাত থেকে নিয়ে সিআইডি-কে দিয়েছিলেন। ওই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থের মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার আইনজীবী এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান, ওই হত্যাকাণ্ডের সঙ্গে তৃণমূলের লোকজন প্রত্যক্ষ ভাবে জড়িত। তাই সিআইডি-ও নিরপেক্ষ তদন্ত করতে পারবে না। আইনজীবী এ দিন পুনরায় দাবি করেন, ওই খুনের তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়া হোক। এ দিন দ্বিতীয় দফার তদন্ত রিপোর্ট জমা পড়ার পরে দেখা যায়, এখনও ১১ জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ওই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ছিল ২২ জন। যাদের গ্রেফতার করা যায়নি, তারা পলাতক। তবে সিআইডি এ দিন আদালতে জানায়, তারা বেশ কয়েক জন নতুন সাক্ষীর জবানবন্দি নিয়েছে। তদন্তে অগ্রগতিও হচ্ছে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, হুলিয়া জারি করতে হবে পলাতকদের বিরুদ্ধে। ওই সব অভিযুক্তকে ধরতে না-পারলে আইনি পদ্ধতিতেই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে।
|
পেট চালানোর দায়ে এলাকায় থাকতে না পারায় পদত্যাগ করতে চাইছেন বর্ধমান পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নিমাই মণ্ডল। তবে এখনও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। নিমাইবাবুর বক্তব্য, তাঁদের অবস্থা ভাল নয়। চাকরির খাতিরে দীর্ঘদিন অন্যত্র থাকতে হওয়ায় এলাকার কিছু লোকজনের হাতে তাঁকে হেনস্থা হতে হচ্ছে। সে কারণে গত ৫ জুলাই তিনি প্রথম পদত্যাগ করতে চান। কেন তা মঞ্জুর হয়নি, পুরপ্রধান ও মহকুমাশাসকের কাছে তা তিনি জানতে চেয়েছেন। পুরপ্রধান, সিপিএমেরই আইনুল হক অবশ্য বলেন, “ আমি ওঁর পদত্যাগপত্র হাতে পাইনি। সেটা না দেখে কোনও মন্তব্য করতে পারব না।” বর্ধমান উত্তর মহকুমাশাসক প্রদীপ আচার্য বলেন, “ওঁর আগের পদত্যাগপত্র পুরসভায় গৃহীত হয়নি। তাই মহকুমা প্রশাসনও তা নিতে পারেনি। পুরসভা পদত্যাগ গ্রহণ করলে তবেই আমরা তা নেব। এটাই সরকারি বিধি।”
|
ডাকাত সন্দেহে তিন যুবককে মারধর করল জনতা। শুক্রবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের কৃষ্ণপুরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতির্র্ করায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, স্থানীয় একটি ব্যাঙ্কে ডাকাতির উদ্দেশেই জড়ো হয়েছিল ওই তিন যুবক। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই তিন যুবকের বাড়ি ঝাড়খণ্ডের টাটা ও পশ্চিম মেদিনীপুরে। তাদের আটক করে জেরা করা হচ্ছে।”
|
সাইকেলে চড়ে রাস্তা পার হওয়ার সময়ে হয়েছে এক ব্যক্তির। শুক্রবার আউশগ্রামের গুসকরার কাছে গুপিনে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম জাহাঙ্গির শেখ (২৮)। বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গিরকে ধাক্কা মারার আগে আর এক পথচারীকে ধাক্কা মারে ট্রাকটি। তাঁকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।
|
পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায়। শুক্রবার দুপুরের ঘটনা। কাটোয়া থানার পুলিশ জানায়, মৃতের আনুমানিক বয়স ত্রিশ বছর। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহটি ময়না-তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
|
ডাকাত সন্দেহে তিন যুবককে মারধর করল জনতা। শুক্রবার বর্ধমানের কৃষ্ণপুরে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই তিন জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতির্র্ করায়। |