টুকরো খবর
ধোনি অবসর নেবেন নিজের শরীর বুঝে
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে নিজের অবসর-পরিকল্পনা নিয়ে করা তাঁর মন্তব্যকে উড়িয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। বরং “আমার মন্তব্য নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে” বলেও সাংবাদিকদের কটাক্ষ করেছেন ভারত অধিনায়ক। ধোনি বলেছেন, “আমি অস্ট্রেলিয়ায় মোটেও বলিনি যে, ২০১৫ বিশ্বকাপ খেলতে হলে হয়তো টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে হবে।”
চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। বুধবার। ছবি: পিটিআই।
আরও যোগ করেন, “আমার ফিটনেস বুঝে অবসর নেব। ২০১৩-র শেষে আমার শরীর ঠিক কী অবস্থায় থাকে দেখতে হবে। তখন বোঝার চেষ্টা করব ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারব কি না। যদি তখন পুরো ফিট না থাকতে পারি তা হলে তরুণদের জায়গা দেওয়ার জন্য ওয়ান ডে থেকে সরে দাঁড়াব।” ধোনির আরও ব্যাখ্যা, “যদি বুঝি আমি শুধু ২০১৪ পর্যন্ত দু’ধরনের ফর্ম্যাটেই খেলতে পারব, সে ক্ষেত্রে ওয়ান ডে ছেড়ে দিতে হবে। যদি ২০১৫ বিশ্বকাপই না খেলতে পারি তা হলে নিজের ওয়ান ডে জীবন ২০১৪-র পরে টেনে নিয়ে যাওয়ার মানে হয় না। কোনও তরুণকে নিজের জায়গা ছেড়ে দেওয়াই সে ক্ষেত্রে ভাল কাজ হবে। মোদ্দা ব্যাপার, এখনই আমি অবসর নিচ্ছি না। অথবা ২০১৩-তেও অবসর নেব না।”

টোলগের আশা ছাড়ছে ইস্টবেঙ্গল
রবিন সিংহকে দু’বছরের চুক্তিপত্রে সই করিয়ে নিলেও মোহনবাগানের দিকে পা বাড়ানো টোলগে ওজেবের আশা কার্যত ছেড়েই দিল ইস্টবেঙ্গল। মে দিবসের বিকেলে ক্লাবকে টোলগে ফের নতুন শর্ত দিলেন। অস্ট্রেলীয় স্ট্রাইকার জানিয়ে দিলেন, মরসুম শেষ হওয়ার পর তিনি চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার পর্যন্ত টোলগের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ইস্টবেঙ্গল। আই লিগ এবং কলকাতা লিগের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি না থাকলে বুধবারই হয়তো ‘টোলগেকে আমরা রাখছি না’ ঘোষণা করে দিতেন লাল-হলুদ কর্তারা। কিন্তু ম্যাচের কথা ভেবে সব জেনেও প্রকাশ্যে কিছু বলছেন না তাঁরা। তবে টোলগেকে আর পাওয়া যাবে না ধরে নিয়েই নতুন বিদেশি স্ট্রাইকারের সন্ধানে নেমে পড়েছেন রিক্রুটাররা। তবে যাঁদের নেওয়ার জন্য বিবেচনা করা হচ্ছে তাঁরা কেউই চেনা ফুটবলার নন। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলে দিলেন, “টোলগে সময় চাইছে। আমরা দেব। পাশাপাশি ভাল বিদেশি স্ট্রাইকারের খোঁজেও নেমেছি।” ক্লাব তাঁবুতে এ দিন ইস্টবেঙ্গলের কর্মসমিতির সভায় অবশ্য আই লিগের রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানালেন কর্তারা। আই লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ একই দিনে দেওয়ার দাবি জানিয়ে ফেডারেশনকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল। ফুটবল সচিব বললেন, “মোহনবাগানকে বিশ্বাস করি না। ওরা সব কিছু করতে পারে।”

হজসনের শুরু, মারাদোনার শেষ
হজসন: নতুন কোচ
এফএ ঘোষণা করে দিল, আগামী চার বছর ইংল্যান্ড ফুটবল টিমের ম্যানেজার থাকবেন রয় হজসন। দায়িত্ব পেয়ে তিনি বলেন, “এফএ আমাকে বাছায় আমি অবাক নই আমার কাজ হল, ইংল্যান্ডের সামনে যে সব চ্যালেঞ্জ আসবে, তা সামলাতে টিমটাকে পুরোপুরি তৈরি রাখার চেষ্টা করা।” ইংল্যান্ডের হজসন-বরণের পাশপাশি ডিয়েগো মারাদোনার কোচিং-জমানা শেষ হতে চলেছে দুবাইয়ের আলওয়াসল ক্লাব থেকে। আলওয়াসল পরের দু’-তিনটে ম্যাচ খেলেই মারাদোনাকে খারিজ করতে চলেছো।

ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটি-র জয়
কম্পানি: জয়ের গোল
ম্যাঞ্চেস্টার ডার্বির ফিরতি ম্যাচেও ম্যান ইউ-কে হারাল ম্যান সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে ফার্গুসনের দলকে হাফডজন গোল দেওয়ার পর ঘরের মাঠে সিটি জিতল ১-০ গোলে। গোল দেন ভিনসেন্ট কোম্পানি। শেষ দুই ম্যাচে নিউক্যাসল আর কুইন্স পার্ক রেঞ্জার্স-কে হারালে ম্যাঞ্চেস্টার সিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে সিটি (৬১) ইউনাইটেডের (৫৩) চেয়ে এগিয়ে। ফার্গুসন হাল ছেড়ে দিয়েছেন।

চাম্পিয়ন বেঙ্গল
ছবিটি তুলেছেন অমিত মোহান্ত।
সিএবি’র অনূর্ধ্ব-১৪ বছর কিশোরদের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দফায় লিগের খেলায় চাম্পিয়ন হল বেঙ্গল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে গত ২২ এপ্রিল থেকে বেঙ্গলের সঙ্গে দুদিন ও একদিনের টুর্নামেন্টগুলি হয় ছত্তিশগঢ় দলের সঙ্গে। বুধবার ছিল খেলার শেষ দিন। এ বছর প্রথম বেঙ্গল টিমে খেলার সুযোগ অর্জন করে বালুরঘাটের সুরজিত রায়। অভিষেক ম্যাচেই খেলতে নেমে স্পিন বলে সে ছত্তিশগড়ের ৫টি উইকেট তুলে নিয়ে বেঙ্গলের জয় নিশ্চিত করে।

প্রয়াত প্রাক্তন তারকা বাবু
মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ডি এইচ বাবু (৮৮) মারা গেলেন বেঙ্গালুরুতে। ১৯৫০-৫৩ সালে মোহনবাগানে খেলেছেন। ছিলেন শৈলেন মান্না-টি আওদের সতীর্থ। ভারতের হয়ে একটি ম্যাচে খেলেছেন বাবু।

লিগ সেমিফাইনালে বিএনআর
পুলিশ অ্যাথলেটিক-কে (৩৩৮) দু’উইকেটে হারিয়ে সিএবি লিগ সেমিফাইনালে চলে গেল বিএনআর (৩৪০-৮)। শান্তদীপ পাল ১০২ নটআউট এবং অরিন্দম রায় ৮৩ রান করেছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.