টুকরো খবর
সুন্দরবনে বাঘ বেড়েছে, বলছে পরিবেশ মন্ত্রক
প্রাথমিক বাঘশুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ার ইঙ্গিত দিল বন ও পরিবেশ মন্ত্রক। এ দিনই ‘টাইগার-হিউম্যান কনফ্লিক্ট’ পর্যায়ে সাফল্যের সঙ্গে কাজ করায় পুরস্কার পেলেন সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণের ফিল্ড ডিরেক্টর সুব্রত মুখোপাধ্যায়। সারা দেশে কয়েক বছর ধরেই বাঘশুমারি চালু রেখেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক। ইতিমধ্যেই তিনটি পর্বের সমীক্ষা থেকে যা তথ্য এসেছে তাতে মন্ত্রক মনে করছে, সুন্দরবনে বাঘের সংখ্যা আগের থেকে বেড়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী এখন সুন্দরবনে ৭০ থেকে ৮০-র কাছাকাছি বাঘ রয়েছে। প্রাথমিক সমীক্ষায় যে ভাবে সজনেখালির কাছে ন্যাশনাল পার্ক (ওয়েস্ট রেঞ্জ)-এ ২২টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছে, তাতে উৎসাহী জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের ডিআইজি এইচ এস নেগি। তাঁর কথায়, “চতুর্থ পর্বে ক্যামেরার মাধ্যমে বাঘের উপর নজরদারি চালানো হচ্ছে। ফলে সুন্দরবন-সহ দেশে সংখ্যায় কত বাঘ রয়েছে তা জানা যাবে।” এ দিনই দিল্লিতে বিভিন্ন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের বৈঠকে পুরস্কার পান ফিল্ড ডিরেক্টর সুব্রত মুখোপাধ্যায়। সুন্দরবনে এক বছরে কুড়িটি ক্ষেত্রে লোকালয়ে বাঘ ঢুকে পড়ে। যা আগের বছরগুলির তুলনায় কম। সব ক্ষেত্রেই ঘুম পাড়িয়ে বাঘকে জঙ্গলে পাঠাতে সক্ষম হন সুব্রতবাবুরা। সাফল্যের জন্য আজ এই পুরস্কার। তাঁর কথায়, “কুড়িটি ক্ষেত্রেই কেউ আহত হননি।” তিনি যোগ করেন, “সুন্দরবনের মানুষের সহযোগিতা ছাড়া পুরস্কার পাওয়া সম্ভব হত না।”

চিতাবাঘের হানায় জখম
চিতাবাঘের হানায় জখম হলেন এক মহিলা। ঘটনাটি গোলাঘাট জেলার দক্ষিণ হেঙেরা চা বাগানের। পুলিশ জানায়, আজ বিকেলে বাগানে, চা গাছে জল ছিটোবার সময় ঝোপ থেকে আচমকা চিতাবাঘটি শীতলা বাউরি নামে ওই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ে। গুরুতরভাবে জখম শীতলাদেবীকে গোলাঘাট অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। যোরহাটের দিহা চা বাগান থেকেও একটি চিতাবাঘকে খাঁচাবন্দি করেন বনকর্মীরা। অন্য দিকে, আটখেল চা বাগানের শ্রমিকরা আজ একটি সোনালি বাঁদরকে ধরে বনকর্মীদের হাতে তুলে দেন। তাকে পরে অভয়পুর অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.