পার্লামেন্টে শপথ নিলেন সু চি |
দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক জীবনের বেশির ভাগটাই কেটেছে গৃহবন্দি অবস্থায়। আজ তিনিই শপথ নিলেন পার্লামেন্টে। মায়ানমারের গণতান্ত্রিক নেত্রী আউং সাং সু চি। তবে সু চি একা নন। তাঁর সঙ্গেই আজ শপথ নিয়েছেন তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি-র (এনএলডি) আরও ৪২ জন সদস্য। গত ১ এপ্রিল মায়ানমারের যে ৪৪টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তাতে ৪৩টি আসন এনএলডি-র দখলে। মাথায় সাদা ফুল দিয়ে আজ সকালে যখন সু চি পার্লামেন্টে ঢুকছিলেন, সমর্থকেরা তখন তাঁকে ছেঁকে ধরেন। ভিড় ছিল সংবাদমাধ্যমেরও। তবে সু চি শুধু বললেন, “গত ২৩ বছর ধরে আমি রাজনীতি করছি। এটা সেই ধারাবাহিক প্রক্রিয়ারই একটা অঙ্গ।” দেশের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করছেন। পার্লামেন্টে সেই সরকারেরই সদস্যদের পাশে বসতে অসুবিধা হবে না? “সেনার সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। তাঁদের পাশাপাশি বসে কাজ করতে আমার একটুও অসুবিধা হবে না।” উত্তর সু চি-র।
|
ওবামাকে ‘জবাব’ দিতে কাবুলে বিস্ফোরণ |
ওসামা নিধনের বর্ষপূর্তির দিন আফগানিস্তানে দাঁড়িয়ে ২০১২-এর মধ্যেই সেনা প্রত্যাহারের আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন-আফগান সম্পর্কের দিশা নির্ধারণ করতে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দশ পাতার একটি চুক্তিও স্বাক্ষর করলেন তিনি। আর ঠিক তার দু’ঘণ্টা পরই আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ও গুলিবৃষ্টিতে কেঁপে উঠল কাবুলের ‘গ্রিন ভিলেজ’। এই এলাকাতেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, রাষ্ট্রপুঞ্জ এবং ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলির অতিথিশালা। হামলায় নিহত এক গোর্খা নিরাপত্তাকর্মী-সহ ৭ জন। বিস্ফোরণের দায় স্বীকার করে তালিবান জানায়, ওবামাকে উপযুক্ত ‘জবাব’ দিতেই আজকের এই বিস্ফোরণ। পাকিস্তানেও সিন্ধু প্রদেশের ১৯টি এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। যদিও তাতে মৃত্যুর খবর নেই। |