টুকরো খবর
‘কুৎসা’র প্রতিবাদ মমতাপন্থী বিশিষ্টদের
রাজ্য সরকারের বিরুদ্ধে ‘কুৎসা’ ও ‘অপপ্রচার’-এর প্রতিবাদ জানাতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বিশিষ্ট জনেরা। শুভাপ্রসন্ন, দ্বিজেন মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্ল, অর্পিতা ঘোষ, অভিরূপ সরকার, অভীক মজুমদার, বাংলা গানের ব্যান্ড ‘ভূমি’-র সৌমিত্র প্রমুখ শনিবার মিছিল করেন। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। সেখানে ওই বিশিষ্টরা সকলেই ছিলেন। কিন্তু দ্বিজেনবাবু, হৈমন্তী এবং শুভাপ্রসন্ন মিছিলের মাঝপথে বেরিয়ে যান। ধর্মতলায় মিছিলের শেষ পর্যন্ত ছিলেন বাকি চার জন। কয়েক জন আনন্দমার্গী এবং বিভিন্ন অ্যাথলেটিক ক্লাবের সদস্যও ওই মিছিলে অংশ নেন। ভাঙড়-কাণ্ড, সংবাদপত্র-ফতোয়া প্রভৃতি বিভিন্ন বিষয়ে তৃণমূল এবং সরকারের আচরণ নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক চলছে। সাংবাদিকদের প্রতি অর্পিতার সমালোচনা, “আপনারা অর্ধসত্য লেখেন এবং বলেন। এটা ঠিক নয়।” অন্য দিকে, এ দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি সংগঠন বিশ্বদ্যিালয়ের দ্বারভাঙ্গা হলে ‘মত প্রকাশের স্বাধীনতা’ বিষয়ে একটি আলোচনাসভা করে। মুখ্যমন্ত্রীকে নিয়ে রঙ্গচিত্র ই-মেল করায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল, সেই অম্বিকেশ মহাপাত্র-সহ অনেক বামপন্থী শিক্ষক, শিক্ষিকা সেখানে যোগ দেন। অম্বিকেশবাবু বলেন, “রাস্তাঘাটে, চায়ের দোকানে দেখছি আর খোলামেলা আলোচনার পরিবেশ নেই। একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে সর্বত্র।”

প্রয়াত দুই বিধায়কের স্ত্রী প্রার্থী তৃণমূলের
পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ওই দুই কেন্দ্রের প্রয়াত দুই বিধায়কের স্ত্রীয়েরা। দাসপুরের প্রার্থী প্রয়াত অজিত ভুঁইয়ার স্ত্রী মমতা ভুঁইয়া, বাঁকুড়া সদরে কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতি মিশ্র। শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রেলমন্ত্রী মুকুল রায় এ কথা জানিয়ে বলেন, “অজিতবাবু ও কাশীনাথবাবুর মৃত্যুতে ওই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দুই বিধায়কের স্ত্রীকে প্রার্থী করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।” আগামী ১২ জুন ওই দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে ২০ মে নতুন সরকারের বর্ষপূর্তি। তারও আগে রয়েছে ১৩ মে। গত বছর ওই দিনেই ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে জয় ঘোষিত হয়েছিল তৃণমূলের। তাই জয়ের দিন এবং বর্ষপূর্তি উদ্যাপনে কলকাতার দুই প্রান্তে দু’টি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। মুকুল বলেন, “১২ মে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের ছাত্র-যুবদের নিয়ে পদযাত্রা হবে। ১৯ মে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবে তৃণমূল যুবা।” তবে কোনও মিছিলে মমতা থাকবেন কি না, তা আপাতত স্থির হয়নি। কলকাতায় এই দুই মিছিলের পাশাপাশি ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত রাজ্যের প্রত্যেক জেলার ব্লকে ব্লকে নাগাড়ে সভা করা হবে। সেখানে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে মুকুল জানিয়েছেন।

পথ দুর্ঘটনায় পুলিশকর্মী-সহ মৃত্যু ৪ জনের
রাঢ় বাংলার চার জেলায় পৃথক পথ দুর্ঘটনায় এক কনস্টেবল-সহ তিন জনের মৃত্যু হল। শনিবার দুপুরে বাঁকুড়ার খাতড়ায় জলডোহরার কাছে একটি পিকআপ ভ্যানের সঙ্গে পুলিশকর্মীদের মোটরবাইকের সংঘর্ষ হয়। বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে খাতড়া এমারজেন্সি ফ্রন্ট লাইনের কনস্টেবল মহেন্দ্রপ্রতাপ বন্দ্যোপাধ্যায়ের (২৬) মৃত্যু হয়। তাঁর বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে। তাঁর সঙ্গী এক কনস্টেবল জখম হন। এ দিনই সকালে বীরভূমের মুরারই স্টেশনে কাছে লেভেল ক্রশিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বিশ্বজিৎ দাস (২৩) নামে এক কলেজ পড়ুয়ার। স্থানীয় গোপালপুরে তাঁর বাড়ি। প্রায় একই সময়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে গাড়ির ধাক্কায় মদনমোহন ধুঁয়া (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। লরির ধাক্কায় এ দিন সকালেই এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে, ঘাটাল-চন্দ্রকোনা সড়কে। মৃতের নাম দিলীপ দে (২৬)। ক্ষীরপাই শহরে তাঁর বাড়ি। উত্তেজিত জনতা ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করেন।

রায় না মানলে বাজেয়াপ্ত হবে সম্পত্তি:সাধন
ক্রেতা-সুরক্ষা আদালতের রায় না মানলে প্রয়োজনে অভিযুক্তকে গ্রেফতার বা তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানালেন রাজ্যের ক্রেতা-সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। শনিবার দক্ষিণবঙ্গের ১১টি জেলার উপভোক্তা বিরোধ নিষ্পত্তি ফোরামের সঙ্গে বৈঠক করেন তিনি। বলেন, “উপভোক্তা বা ক্রেতারা যাতে প্রতারিত না হন, তাই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.