লুঠ, আঁকা হল দুষ্কৃতীদের ছবি |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাটের ব্যাঙ্ক ডাকাতিতে যুক্ত দুষ্কৃতীদের ছবি আঁকিয়ে তল্লাশি শুরু করল সিআইডি। ব্যাঙ্ক কর্মীদের শুক্রবার ও শনিবার কয়েক দফা জেরা করে দুষ্কৃতীদের বিবরণ নিয়ে সিআইডি-র শিল্পী পাঁচ দুষ্কৃতীর মুখের ছবি এঁকেছেন। সেই ছবি নিয়েই বিভিন্ন সূত্র ধরে গোয়েন্দারা দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছেন। রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ এ দিন সকালে ব্যাঙ্কে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “সিআইডি ও রাজ্য পুলিশের সঙ্গে ঝাড়খণ্ড পুলিশও ঘটনার তদন্ত করছে। কিছু তথ্য মিলেছে। তবে তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।” শুক্রবার সকালে কয়েকজন দুষ্কৃতী গ্রাহক সেজে ওই ব্যাঙ্কে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মী ও গ্রাহকদের মারধর করে ‘ভল্ট’ থেকে টাকা নিয়ে চম্পট দেয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, ৩৮ লক্ষ টাকা লুঠ হয়েছে। এ দিন সকালে মাড়গ্রাম থানার প্রতাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ দু’টি পরিত্যক্ত মোটরবাইক উদ্ধার করে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা শুক্রবার দুপুরে মোটরবাইকগুলি ফেলে স্থানীয় সাদীনপুর স্টেশন থেকে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে ট্রেন ধরে পালিয়েছে।
|
পুলিশের উপরে ‘হামলায়’ ১৭ জনকে গ্রেফতার করা হল। শুক্রবার রাতে বাঘমুণ্ডির ভুরসু গ্রাম থেকে তাদের ধরা হয়। |