ভারতে সিদ্ধান্ত গ্রহণে ঢিলেমির অভিযোগ মিত্তলের
সংবাদসংস্থা • ভাটিন্ডা |
বিনিয়োগ-সহ নানা ক্ষেত্রে ভারতে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা ঢিলেমি থাকলেও, তা মেনে নিয়েই নতুন শিল্প গড়তে হবে। শনিবার পঞ্জাবের ভাটিন্ডায় এইচপিসিএল মিত্তল এনার্জির নয়া গুরু গোবিন্দ সিংহ তেল শোধনা-গারের উদ্বোধন উপলক্ষে এখানে এসে এ কথাই জানালেন সংস্থার কর্ণধার লক্ষ্মী মিত্তল। তবে, ভারতের সিদ্ধান্ত গ্রহণের সমস্যাকে এখনই নীতিগত ত্রুটি বলতে রাজি নন তিনি। তাঁর মতে, ইউরোপের আর্থিক সঙ্কট কিছুটা হলেও দেশের আর্থিক বৃদ্ধির পথে বাধা সৃষ্টি করেছে।
এ দিন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ২১,৫০০ কোটি টাকা লগ্নিতে তৈরি শোধনাগারটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন। এখানে বছরে ৯০ লক্ষ টন তেল শোধন করা গেলেও, তা বাড়িয়ে ১.৮ কোটি টন করা সম্ভব হবে। এটি পূর্ণমাত্রায় কাজ শুরু করলে উত্তর ভারতের তেলের চাহিদা মিটবে। পাকিস্তানেও তেল রফতানি করতে পারে সংস্থা। |
লেনদেন ব্যবস্থার যান্ত্রিক বিষয়গুলি পরীক্ষা করার জন্য শনিবার খোলা ছিল শেয়ার বাজার। এ দিন এনএসই এবং বিএসই-তে ৯০ মিনিটের বিশেষ লেনদেন হয়। তবে শুধু আগাম লেনদেনের ক্ষেত্রটিই চালু ছিল। এ দিন সেনসেক্স ৫৩.০৯ পয়েন্ট বেড়ে থামে ১৭,১৮৭.৩৪ অঙ্কে। |