ওসামা বিন লাদেন সম্পর্কে আমেরিকাকে খবর দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। একটি মার্কিন সংবাদপত্রে এই দাবি করেছেন আইএসআইয়ের এক অফিসার। তবে মার্কিন গোয়েন্দারা এই দাবি মানতে নারাজ বলে জানিয়েছে সংবাদপত্রটি। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন বাহিনীর হানায় নিহত হন আল কায়দা নেতা ওসামা বিন লাদেন। পাকিস্তানকে না জানিয়ে এই অভিযান চালানোয় আমেরিকার উপরে এখনও ক্ষুব্ধ বেশ কয়েক জন পাক রাজনীতিক ও জনমতের বড় অংশ। আবার পাক সরকার, বিশেষত আইএসআই বিন লাদেনকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল বলে মনে করে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার অনেক শিবির। ওসামা নিহত হওয়ার পর আইএসআইয়ের এই দাবিকে তাই সন্দেহের চোখেই দেখছে তারা।
|
‘বেফাঁস’ ট্যুইটে এক ভারতীয় সাংবাদিককে ৮৬ লক্ষ টাকা জরিমানা করল মালয়েশিয়ার আদালত। সাংবাদিক আর নাদেশ্বরনের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহম্মদ সেলিম নামে ওই ব্যবসায়ীকে তাঁর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুইঙ্গিত করে ট্যুইট করেন ২০১০-এর জুলাইয়ে। পরে ফের এক বার সেলিমকে জমি-চোর বলেও ট্যুইট করেন তিনি। এর পরেই আদালতের দ্বারস্থ হন সেলিম। বিচারপতি জানান, এখনও পর্যন্ত আত্মপক্ষ সমর্থনে কিছুই বলেননি ওই সাংবাদিক। সুতরাং তিনি যে অপরাধ করেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
|
দলীয় নেতা ইলিয়াস আলির সন্ধান না পাওয়ায় রবিবার থেকে দু’দিনের বন্ধ ডেকেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। ১৭ এপ্রিল রাতে ঢাকা থেকে উধাও হয়ে যান ইলিয়াস ও তাঁর গাড়িচালক। বিএনপি-র দাবি, ইলিয়াসকে হাসিনা সরকারের নির্দেশেই নিয়ে গিয়েছে নিরাপত্তাবাহিনী। ৪৮ ঘন্টার মধ্যে তাঁর খোঁজ চেয়ে ৩ দিন বন্ধ করেছে বিএনপি। কিন্তু ইলিয়াস অধরা। ফলে, ফের বন্ধের ডাক দেওয়া হয়েছে। বিএনপি নেতারা জানান, ইলিয়াসের খোঁজ না মিললে বড় আন্দোলন হবে।
|
বাড়ির কাছেই স্কুল। তার মধ্যেই ভারতীয় বংশোদ্ভূত এক স্কুলছাত্রকে অপহরণ করল দুষ্কৃতীরা। গত কাল মালয়েশিয়ায় ঘটনাটি ঘটে। জন্ম সূত্রে ভারতীয়, বারো বছরের নায়তি শামেলিন মুদলিয়ার হল্যান্ডের অধিবাসী। এখন মালয়েশিয়ায় থাকে। |