সাজানো গোছানো শহরটার উঁচু বাড়িগুলোর খুব কাছ দিয়েই উড়ে যাচ্ছে জিনিসটা। একটা বড় বিমানের পিঠে বোঝাই আর একটা ছোট!
৯/১১ প্রত্যক্ষ করা নিউ ইয়র্ক কিন্তু তবু অকুতোভয়! পুলিশে খবর দেওয়া তো দূর অস্ৎ, আতঙ্কে বাড়ি ছেড়ে পর্যন্ত বেরিয়ে এলেন না কেউ। উল্টে বাড়ির ছাদে আর হাডসন নদীর পারে জড়ো হওয়া ‘উৎসাহী’ ভিড় করতালি দিয়ে স্বাগত জানাল স্ট্যাচু অফ লিবার্টির খুব কাছ দিয়ে উড়ে যাওয়া ‘আরোহী’ আর ‘বাহক’কে! |
‘আরোহী’ নাসার ‘অবসরপ্রাপ্ত’ মহাকাশযান এন্টারপ্রাইজ। আক্ষরিক অর্থেই এক জাম্বো জেটের পিঠে চড়ে যেটি শনিবার এসে পৌঁছল নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। তিরিশ বছরের যে মহাকাশ প্রকল্প বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে নাসা, তার অন্যতম সদস্য এন্টারপ্রাইজ। ইতিমধ্যেই অবসরে গিয়েছে ডিসকভারি, এন্ডেভার, অ্যাটলান্টিস। এ বার সেই দলে নাম জুড়ল এন্টারপ্রাইজেরও। |
জুন মাসে জলপথে এন্টারপ্রাইজকে নিয়ে যাওয়া হবে আমেরিকার ভাসমান মহাকাশ-জাদুঘর ইনট্রেপিড-এ। সেটাই হবে এন্টারপ্রাইজের স্থায়ী বাসস্থান। জুলাই থেকে সেটি দেখতে পাবেন দর্শকরা।
নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, আতঙ্ক ছড়িয়ে পড়া এড়াতে এন্টারপ্রাইজের এই যাত্রার বিষয়ে আগে থেকেই প্রচার চালানো হয়েছিল। ফলে ৯১১ নম্বরে ‘নিচু দিয়ে বিমান উড়ে যাচ্ছে’, এমন ফোন একটিও আসেনি। উপরন্তু জোড়া বিমানের যাত্রা দেখতে নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চলে আগে থেকেই ভিড় জমান বহু মানুষ। তেমনই এক জনের কথায়, “অদ্ভুত অভিজ্ঞতা। এত নিচু দিয়ে বিমান উড়তে দেখেও আজ ভয় লাগল না।”
|