ওড়িশার অপহৃত বিধায়কের মুক্তি |
গত ২৪ শে মার্চ কোরাপুট জেলায় লক্ষ্মীপুরের বিজেডি বিধায়ক ঝিনা হিকাকাকে অপহরণ করে মাওবাদীরা। দীর্ঘ এক মাস এক দিন পর গণ আদালতের রায় অনুযায়ী আগামী কাল তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় মাওবাদীরা। সকাল দশটা নাগাদ কোরাপুটেই তাঁকে মুক্তি দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সরকারের কাছে মাওরা শর্ত রেখেছিল তেইশ মাওবাদীর মুক্তি এবং গ্রিন হান্ট অপরেশন বন্ধ। এর মধ্যে পাঁচ মাওবাদীদের মুক্তি দেয় সরকার, তাই বিধায়ক ঝিনা হিকাকাকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তারা। |
উলুবেড়িয়ার ওটি রোডে ভস্মীভূত রেস্তোঁরা |
আজ সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় উলুবেড়িয়ার ওটি রোডের এক রেস্তোঁরা । প্রাথমিক ভাবে জানা যাচ্ছে রেস্তোঁরার রান্না ঘর থেকেই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার দু’ঘন্টা পর দমকল আসে। আপাতত ওই এলাকায় বিদ্যত্ সংযোগ বন্ধ রাখা হয়েছে। |
অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ |
বালিগঞ্জ সায়েন্স কলেজে মেরিন সায়েন্স বিভাগের ছাত্র-ছাত্রীকে সাদা কাগজে স্বাক্ষর করানোর অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। অধ্যাপকের নাম তরুন কুমার দে। ওই শিক্ষক ১৫ জন ছাত্রছাত্রীকে কোনও কারণ না জানিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে ছাত্র ছাত্রীরা এবং বিভাগীয় প্রধান অভিজিত্ মিত্রকে রিপোর্ট দাখিল করে। পরে উচ্চ শিক্ষা দফতরে তা পাঠানো হয়। আজ বিকেলের মধ্যেই যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়। |