জলপাইগুড়িতে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে আন্দোলনে নামল তৃণমুলের শ্রমিক সংগঠন। সোমবার সংগঠনের তরফে জলপাইগুড়ির সদর মহকুমাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই একতরফা ভাবে পুরসভা উচ্ছেদ অভিযান শুরু করেছে। সংগঠনের নেতা কৃষ্ণেন্দু মোহান্ত বলেন, “ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। অগণতান্ত্রিক ভাবে পুরসভা উচ্ছেদ অভিযান শুরু করেছে। গরিব ব্যবসায়ীদের পুর্নবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ মানা হবে না। পুরসভার এই অভিযান রুখে দেওয়া হবে।” অন্যদিকে, কংগ্রেস পরিচালিত পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের পরিকাঠামো উন্নয়নের স্বার্থে পুরসভা সচেষ্ট থাকবে।
|
আরএসপি’র কেন্দ্রীয় কমিটিতে রাজ্য থেকে আটজন নতুন মুখ জায়গা পেলেন। সোমবার আলিপুরদুয়ারে আরএসএপি’র চার দিনব্যাপী ১৯ তম সবর্ভারতীয় সম্মেলন শেষ হল। আরএসপি’র রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী বলেন, “এদিনই দলের সবর্ভারতীয় সম্মেলন শেষ হয়। কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
|
জিটিএর অর্ন্তবর্তী নির্বাচন বাতিল করার দাবিতে জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সোমবার গ্রেটারের জলপাইগুড়ি জেলা কমিটির তরফে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিয়ে দাবি করা হয়েছে, জিটিএর অন্তর্বর্তী নির্বাচন বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। পরে ধাপে ধাপে জিটিএ প্রস্তাবও বাতিল করতে হবে বলেও সংগঠনের পক্ষ থেকে এই দিন দাবি জানানো হয়েছে। |