টুকরো খবর
কুপার্সে ভোট, কংগ্রেস ও তৃণমূল চাপানউতোর
কুপার্স ক্যাম্পের ভোটের আর মাত্র ৪০ দিন বাকি। আসন্ন ভোটের মুখেই কুপার্স ক্যাম্প নোটিফায়েডের উন্নয়ন প্রকল্প নিয়ে রাজ্যের জোট সরকারের যুযুধান দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সম্মুখ সমরে নেমে পড়ছে। তৃণমূলের এক বিধায়কের অভিযোগের পাল্টা জবাব দিয়ে সোমবার কংগ্রেস পরিচালিত কুপার্স ক্যাম্পের চেয়ারম্যান নৃপেনন্দ্রনাথ হাওলাদার বলেন, “স্থানীয় তৃণমূল বিধায়ক আবিররঞ্জন বিশ্বাস ষড়যন্ত্র করে পূর্ত দফতরের কাছে ভিত্তিহীন একটি অভিযোগ দায়ের করেছেন। ফলে বিপিএলের বাড়ি ও রাস্তা তৈরি-সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পে বাবদ বরাদ্দ ১ কোটি ৭৭ লক্ষ ৫১ হাজার টাকা আটকে গিয়েছে।” আবিরবাবু অবশ্য বলেন, “কংগ্রেস পরিচালিত ওই বোর্ড একাধিক দুর্নীতির করেছে। ওই ব্যাপারে তদন্ত চেয়ে আবেদন করেছি মাত্র। তার পর কি ঘটেছে তা বলতে পারব না।” কুপার্স ক্যাম্প নোটিফায়েড সূত্রে জানা গিয়েছে, বিপিএল তালিকার ৪৫০ জনকে ঘর করে দেওয়ার কথা ছিল। তার মধ্যে ৩৬৮ জনের ঘর তৈরির কাজ শেষ। -বাকি বাড়ি তৈরি মাঝপথে থমকে গিয়েছে।

চ্যাম্পিয়ন চিত্তরঞ্জন
হিন্দ ক্লাবকে হারিয়ে মুর্শিদাবাদ জেলা টি-২০ নক-আউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হল চিত্তরঞ্জন ক্লাব। রবিবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার ফাইনালে প্রথমে ব্যাট করে হিন্দ ক্লাব ১০৬ রান তোলে। হিন্দ ক্লাবের পক্ষে বজরুল রহমান ২৪ রান করেন। চিত্তরঞ্জনের কৃষ্ণেন্দু গোস্বামী ৩টি উইকেট পেলেও ইন্দ্রনীল মণ্ডল, অরবিন্দ চট্টোপাধ্যায় ও কুনাল বাজপেয়ি ২টি করে উইকেট পান। পরে ব্যাট করতে নেমে চিত্তরঞ্জন ক্লাব তিন উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৭ রান তুলে নেয়। জয়ী দলের পক্ষে সৌম্য গুপ্ত ৪৩, অরবিন্দ রায় ১৯, অলোক শর্মা ১৩ রান করেন।

স্কুলে জয়ী সিপিএম
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল সিপিএম। রবিবার কৃষ্ণনগঞ্জের স্বর্ণখালি পিভিআই হাইস্কুলের নির্বাচন ছিল। সেখানে ছ’টি আসনেই জয়ী হয়েছে সিপিএম। অন্য দিকে, শান্তিপুরের গোবিন্দপুর দ্বারকানাথ বিদ্যাপীঠের নির্বাচনেও ৬টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৫টি আসন। সিপিএম একটি আসনে জয়লাভ করেছে। অন্য দিকে, করিমপুরের বালিয়াডাঙা উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে সব আসনে জয়ী হল কংগ্রেস-তৃণমূল জোট। রবিবার ওই স্কুলে নির্বাচন হয়। এর আগেও স্কুলটি জোটের দখলে ছিল।

দুর্ঘটনায় মৃত দুই, অবরোধ
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সত্যজিৎ রায় (২৫) ও বলরাম মোদক (২৭)। তাঁদের দু’জনেরই বাড়ি বহরমপুরের বলরামপুরে। সোমবার দুপুরে মোটরবাইকে করে সত্যজিৎবাবু ও বলরামবাবু বেলডাঙার দিক থেকে আসছিলেন। সোমবার একটি পণ্যবাহী লরির ধাক্কায় দু’জনেই বাইক থেকে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান সত্যজিৎবাবু। বলরামবাবুকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

গোপন জবানবন্দি দিল রাজনেহার
কান্দির জেমো উমাপাড়ার দশম শ্রেণির ছাত্রী রাজনেহার খাতুন সোমবার কান্দি মহকুমাশাসকের সঙ্গে দেখা করে তার পড়াশুনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। তার আগে অবশ্য কান্দি এসিজেএম আদালতে বিচারকের সামনে গোপন জবানবন্দিও দেয় ওই ছাত্রী। শনিবার রাতে কান্দি থানার পুলিশের সহায়তায় নিজের বিয়ে রুখে দিয়েছিল ওই নাবালিকা। মহকুমাশাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “পড়াশোনার ব্যাপারে প্রশাসনের কোনও রকম সহযোগিতা প্রয়োজন হলে ওই ছাত্রীকে বলেছি যোগাযোগ করতে।”

ঠিকাদার অপহরণ, ধৃত আরও এক
৩০ মার্চ ধানতলার এক ঠিকাদারকে অপহরণ করার অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। নাম সুবীর সাহা। রবিবার রাতে রানাঘাটের কুপার্স ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হল। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা এর নাম জানতে পারি। কিন্তু সে এলাকা ছাড়া ছিল। ফিরে আসতেই তাকে গ্রেফতার করা হয়েছে।”

গাঁজা উদ্ধার
প্রায় ১২ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বেলডাঙার মির্জাপুর থেকে কাজিপাড়া হয়ে গাঁজা পাচারের সময়ে শক্তিপুর বিট হাউসের পুলিশ রবিবার ২ কুইন্ট্যাল ৪ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করে। ওই ঘটনায় গাঁজা পাচার চক্রের মূল পাণ্ডা উজদার আলি ও আব্বাস খান নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অস্ত্র-সহ গ্রেফতার
অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত অমল বিশ্বাসের কাছ থেকে একটি দেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। সোমবার দুপুরে নদিয়ার ধানতলার পাঁচবেরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

যুবক ধৃত
ক্লাস শেষে কলেজ থেকে বের হতেই এক ছাত্রীর প্রতি ‘অভব্য’ ব্যবহার করায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালের ঘটনা। পুলিশ জানায়, ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়েছে।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক রিকশা চালকের। মৃতের নাম মানিক পাল (৫৪)। বাড়ি কৃষ্ণনগরের মল্লিকপাড়ায়। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ কৃষ্ণনগরের বউবাজারে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান মানিকবাবু।

ভস্মীভূত দোকান
ভস্মীভূত হল শান্তিপুর হাসপাতাল সংলগ্ন পাঁচটি দোকান। রবিবার রাতে দোকানগুলিতে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

কে মানে নিয়ম! বাজারসাউ স্টেশনে ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক।

আজ অক্ষয় তৃতীয়া। ছবি- সুদীপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.