টুকর খবর
অবসরের প্রশ্ন নেই, বলছেন পন্টিং
সচিন তেন্ডুলকর আগেই জানিয়ে ছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনও ভাবনা তাঁর নেই। একই কথা বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও। এই বর্ষীয়ান ক্রিকেটার বলেছেন, “ক্রিকেটের প্রতি আমার ভালবাসা, খেলার ইচ্ছে, সাফল্যের খিদে, কিছুই কমেনি। এমনকী কয়েক মাস আগেও যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখনও আমি শুধু খেলতে চেয়েছি।” ৩৭ বছর বয়সি পন্টিং এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট খেলে চলেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনও সে ভাবে রান না পাওয়ায় আবার তাঁর অবসর নেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। পন্টিং কিন্তু পরিষ্কার বলেছেন, “যত দিন আমি মনে করি, অস্ট্রেলিয়ার জয়ে ভূমিকা নিতে পারব, তত দিন খেলে যাব।”

কলকাতা লিগ থেকে দল তোলার হুমকি মহমেডানের
এআইএফএফ পক্ষপাতপূর্ণ, আইএফএ মেরুদন্ডহীন। সোমবার এই চাঞ্চল্যকর মন্তব্য তুললেন কেন্দ্রীয় মন্ত্রী, মহমেডান প্রেসিডেন্ট সুলতান আমেদ। দ্বিতীয় ডিভিশন আই লিগে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফিফার দ্বারস্থ হল মহমেডান। সিডি-সহ চিঠি পাঠানো হল এ এফ সি এবং ফেডারেশনের কাছেও। সাংবাদিক সম্মেলন ডেকে সুলতান বলেন, “ভাইচুংদের আই লিগ খেলাতেই সিকিমে খেলা দেওয়া হয়েছিল। রেফারিদের তা বলে দেওয়া হয়েছিল।” আই এফ এ কলকাতায় আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা আনতে সাহায্য না করায় ক্ষুব্ধ সুলতান বলে দেন, “আমরা আই এফ এ-কে চিঠি দিয়ে জানিয়েছি ৩০ এপ্রিলের মধ্যে কলকাতা লিগের খেলা দিতে। না হলে লিগের শেষ ম্যাচ আমরা খেলব কি না ভাবতে হবে। ফুটবলাররা ক্নান্ত।” সুলতানের পাশে বসে তাঁকে সমর্থন জানান কোচ অলোক মুখোপাধ্যায়। যাঁকে পরের বারও কোচ রাখছে মহমেডান। আই এফ এ কলকাতা লিগের শেষ খেলা ফেলতে চাইছে ১৪ মে। একই সঙ্গে ইস্টবেঙ্গল-মহমেডান এবং মোহনবাগান-প্রয়াগ ইউনাইটেড ম্যাচ করতে চায় তারা। লিগের যা পরিস্থিতি তাতে দুই প্রধানের মধ্যে ফারাক এক পয়েন্টের। মহমেডান দল তুলে নিলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। অলোকের দল খেলতে চাইছে না শুনে লিগ বাতিল করার দাবি তুলে দিয়েছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। রেফারিং নিয়ে মহমেডানের অভিযোগ মানতে চাননি ফেডারেশন সচিব কুশল দাস। বলে দিয়েছেন, “সব বাজে কথা। রেফারি আমরা ঠিক করি না। আর যেখানে মাঠে লোক হবে সেখানেই খেলা দেওয়া হয়েছে।”

প্রয়াত ফুটবল কোচ
প্রয়াত হলেন কলকাতার নামী ফুটবল কোচ দীপু লোধরায়। বয়স হয়েছিল ৭৭। প্রদীপ দত্ত, শম্ভু মৈত্র সহ ময়দানের এক ঝাঁক তারকাকে তৈরি করেছিলেন। তাঁকে সাহায্যের জন্য প্রদর্শনী ম্যাচের ব্যবস্থায় রবিবার সভায় বসেছিলেন ছাত্ররা। সোমবারই তিনি মারা গেলেন।

রবেনকে মেরে রিবেরির জরিমানা
রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে ঝামেলার জের বায়ার্ন মিউনিখে। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের সেমিফাইনালের পর নিজের দলেরই আর্জেন রবেনকে ঘুঁষি মেরে জরিমানা হল ফ্রাঙ্ক রিবেরির। ঘটনার শুরু ম্যাচ চলাকালীন। একটি ফ্রি-কিক মারা নিয়ে দু’জনের তর্ক হয়েছিল। তারই জেরে ড্রেসিংরুমে দু’জনের ঝগড়ার সময় ঘুঁষি মারেন রিবেরি।

অলিম্পিকের দিকে এগোলেন সুস্মিতা
জয়দীপ কর্মকার, ভরত ছেত্রী, সৌম্যজিৎ ঘোষ, অঙ্কিতা দাসের পরে কি বাংলার সুস্মিতা সিংহরায় কি অলিম্পিকে যেতে পারবেন? আজ পাতিয়ালায় ফেডারেশন কাপে তাঁর পরীক্ষা। হেপ্টাথলনে চার ইভেন্টের পরে তিনি ৩১৮৭ পয়েন্টে সবার আগে। শটপাটে জীবনের সেরা স্কোর করেছেন। বাকি তিন ইভেন্ট আজ। তুলতে হবে ৫৯৪০ পয়েন্ট। কোচ কুন্তল রায় বললেন, “বুধবার হতেও পারে, আবার অল্পের জন্য নাও হতে পারে। আজ ২০০ মিটার ছাড়া সবগুলোতে দারুণ করল।” এখানে না পারলে, আরও দু’বার সুযোগ পাবেন। এ দিন ৪০০ মিটার রিলেতে বাংলার মেয়েরা সোনা পেল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.