টুকরো খবর |
পুরস্কার প্রদান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে’র মেদিনীপুর জোনাল কমিটির উদ্যোগে ২০১১ সালের বিজ্ঞান মেধা অভীক্ষায় সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হল রবিবার। শহরের ‘পিপলস্ কো-অপারেটিভ’ প্রেক্ষাগৃহে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক দিলীপ চক্রবর্তী, সভাপতি মনোরঞ্জন মাইতি প্রমুখ। মেদিনীপুর জোনাল কমিটির সপ্তম সম্মলেনও অনুষ্ঠিত হয়। নতুন সম্পাদক নির্বাচিত হন বাবুলাল শাসমল, সভাপতি নির্বাচিত হয়েছেন সুধীন্দ্রনাথ বাগ। প্রসঙ্গত, বেশ কিছুদিন পরে এ বারই মেদিনীপুর জোনাল কমিটির সম্পাদক পদে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত কোনও বিজ্ঞানকর্মী সম্পাদক পদে নির্বাচিত হলেন। এর আগে এই পদে ছিলেন শহরের পরিচিত সিপিএম নেতা সুকুমার আচার্য।
|
মেদিনীপুর জেলে আইজি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করতে সোমবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আসেন আইজি (কারা) রণবীর কুমার। এ দিন সংশোধনাগারের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। জেলের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। জেল সূত্রে খবর, এ দিন সকালে ওই ট্রেনিং সেন্টারের উদ্বোধন হয়। এখানে ট্রেলারিং, কম্পিউটর-সহ বেশ কয়েকটি কোর্সে বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে জেল থেকে ছাড়া পাওয়ার পরে বন্দিদের সমাজের মূলস্রোতে ফেরা সহজ হবে। মেদিনীপুর সংশোধনাগারের মধ্যে একাংশ বন্দির কাছে মোবাইল, নগদ টাকা, মাদক পৌঁছনোর অভিযোগ ওঠে মাঝেমধ্যেই। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কারা দফতরও। এ দিন আধিকারিকদের সঙ্গে কথা বলার সময়ে এই সব অভিযোগ নিয়েও খোঁজখবর নেন আইজি।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুরের সুভাষপল্লীতে কালীমন্দির প্রাঙ্গণে আয়োজিত হল নাটক ‘চড়ুইভাতি’। খড়্গপুর মহকুমা নাট্যদল সমন্বয় মঞ্চের উদ্যোগে আয়োজিত নাট্যানুষ্ঠানে নাটকটি পরিবেশন করে ঝাড়গ্রামের নাট্যদল ‘প্রয়াস’। নাটক শুরুর আগে সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁরই গান পরিবেশন করেন প্রদীপ চক্রবর্তী এবং তাঁর সম্প্রদায়।
|
মিড-ডে মিল চালু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সোমবার খড়্গপুর শহরের দুটি প্রাথমিক বিদ্যালয়ে চালু হল মিড-ডে মিল। খড়্গপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইন্দা পাঁচবেড়িয়া লোহানিয়া সুকান্ত হিন্দি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচবেড়িয়া লোহানিয়া প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মিড-ডে মিলের উদ্বোধন করেন পুরপ্রধান জহরলাল পাল। উপস্থিত ছিলেন কাউন্সিলার মমতাজ কুদ্দুসী, প্রাক্তন কাউন্সিলার শেখ হানিফ প্রমুখ। |
|