গোলাঘাট জেলার বগিঢালা চা বাগানে হাতির হানায় দুই মহিলার মৃত্যু হল। বন বিভাগ সূত্রে খবর, প্রায় ৩০টি হাতি বিজুলি সংরক্ষিত অরণ্য থেকে বের হয়ে কাল রাতে বাগানে ঢুকে পড়েছিল। মজুরদের বসতির কাছে এলে মজুররা তাদের তাড়া করে। বেশ কিছু ঘর ভেঙে হাতিরা পিছু হঠতে থাকে। বাগানের পূর্ব দিকেই চৌকিদার তিলেশ্বর গৌড়ের বাড়ি। হাতির পাল, বাঁশ ও কাঠের তৈরি বাড়ি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেখানে ঘুমোচ্ছিলেন তিলেশ্বরের মা ফুলা গৌর ও ভাইঝি আমনি গৌর। দু’জনকেই পিষে মারে হাতির পাল। ওই ঘরেই থাকা তিন কিশোর-কিশোরী কোনও মতে পালিয়ে প্রাণ বাঁচায়। দেহগুলি গোলাঘাট হাসপাতালে আনা হয়। বনবিভাগের তরফে মৃতদের নিকটাত্মীয়কে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গত মাসেও হাতির হামলায় এই বাগানের ১২টি বাড়ি ভেঙে মাটিতে মিশে যায়।
|
জামুড়িয়ার চিচুড়িয়া ডাঙালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহাল। ওই কেন্দ্রের মেঝের গর্ত থেকে বেশ কয়েকটি সাপের বাচ্চা বেরোনোয় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকালে কেন্দ্রের এক কর্মী তালা খুলতেই দেখেন গর্ত থেকে সাপ বেরোচ্ছে। পঞ্চায়েত কার্যালয়ে কেন্দ্রটি সংস্কারের দাবি জানান তাঁরা। জামুড়িয়ার বিডিও জয়ন্ত দাস জানান, পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটি বেহাল। দ্রুত ঘরটি সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে। আপাতত এই কেন্দ্রের পড়ুয়াদের বেলডাঙা প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে স্থানান্তরিত করা হয়েছে।
|
গরু পাচারের অভিযোগে রবিবার এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম ত্রিপেশ রায়। বাড়ি বাংলাদেশের খুলনার গঙ্গারামপুর গ্রামে। আটক করা হয়েছে ৬টি গরু।
|
পরিবেশ সচেতনতা বাড়াতে রবিবার রামনগর ২ ব্লকের কালিন্দী ইউনিয়ন হাইস্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করল এলাকায়। বৃক্ষ নিধন বন্ধ ও বৃক্ষরোপণের আবেদন জানিয়ে ছাত্রছাত্রী ও জাতীয় সমর শিক্ষা বাহিনী এলাকা পরিক্রমা করে। |