টুকরো খবর
আকাশপথে সুন্দরবন দর্শন আট হাজারে
নদীনালায় জলযানে নয়। এ বার বিমানে পাখির চোখে সুন্দরবন দর্শন। ন’টি আসনের ছোট বিমান কলকাতা থেকে যাত্রীদের নিয়ে গিয়ে এক ঘণ্টা চক্কর কাটবে সুন্দরবনের আকাশে। প্রতি রবিবার সকাল ও দুপুরে। খরচ মাথাপিছু ৭৮০০ টাকা। খাবার ও পানীয়-সহ। ভূপৃষ্ঠ থেকে দু’হাজার ফুট উপর দিয়ে সাকুল্যে এক ঘণ্টার চক্কর। এই ব্যাপারে তারা কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং রাজ্য সরকারের বন দফতরের অনুমতি পেয়েছে বলে সোমবার দাবি করেছে বেঙ্গালুরুর সংস্থা ডিটিডিসি। সংস্থার কর্তা রূপক রাও জানান, আকাশপথে সুন্দরবন ভ্রমণ শুরু হবে ২৯ এপ্রিল। ন্যূনতম ছ’জন যাত্রী পেলেই উড়বে বিমান। পানীয় ও খাবার মিলবে বিমানবন্দরে ফেরার পরে। ডিটিডিসি-র সেলস ম্যানেজার শ্যামল চক্রবর্তী এ দিন বলেন, ‘‘আমরা জানুয়ারি থেকে কলকাতা-জামশেদপুর রুটে সপ্তাহে পাঁচ দিন ওই ছোট বিমান চালাচ্ছি। যাওয়ার সময়ে পাঁচ-ছ’জন যাত্রী পেলেও ফেরার বিমান ভর্তি থাকছে। এ বার কলকাতা থেকে রৌরকেলা এবং রাঁচির উড়ানও শুরু হবে।” পরিকল্পনা অনুযায়ী ৩০ এপ্রিল থেকে সপ্তাহে দু’দিন কলকাতা-জামশেদপুরের উড়ান রাঁচি ঘুরে আসবে। বাকি তিন দিন জামশেদপুরের উড়ান রৌরকেলা, ভুবনেশ্বর ঘুরে কলকাতায় ফিরবে।

বিপণনে বদল, দিল্লির হাট মাত বালুচরিতে
চাহিদা বা আগ্রহটা ছিলই। অভাব ছিল সঠিক বিপণনের। এ বার সেটারই দেখা মিলল দিল্লি হাটে, দ্বিতীয় বিষ্ণুপুর উৎসবে। পশ্চিমবঙ্গের হস্তশিল্পের প্রদর্শনী দিল্লিতে প্রথম নয়। তবে দ্বিতীয় বিষ্ণুপুর উৎসবের আগে রাজ্য সরকার সব থেকে বেশি জোর দিয়েছিল প্রচারে। উৎসবের মূল সুর ছিল, ‘বালুচরি-টেরাকোটা-ডোকরা-ধ্রুপদ, শুধু বাংলা নয় ভারতের সম্পদ’। সঙ্গে উৎসবেরই সাত দিনই ছিল সাংস্কৃতিক উৎসব। প্রচার ও আয়োজনের জোরে দিল্লি হাটে ভালই ভিড় জমল বালুচরি ও স্বর্ণচরি শাড়ি কেনার জন্য। ‘জিওগ্রাফিকাল ইন্ডিকেশন’ (জিআই) শংসাপত্র পাওয়ার পর এ বারই প্রথম দিল্লিতে পা বালুচরির। রাজ্যের রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবের মতে, গুণমানের জন্য তো বটেই, জিআই-এর স্বীকৃতির কারণেও বালুচরির এ বার এত সমাদর। দেখা গেল বাঁকুড়ার ঘোড়া ও ডোকরার কাজ নিয়ে। রাজ্য থেকে আনা হয়েছিল ৫০ জন শিল্পীকে। বিক্রিবাটা হতাশ করেনি কাউকেই। রবিবার সন্ধ্যায় আমন্ত্রিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন ও দিল্লির বর্তমান মুখ্যসচিব পি কে ত্রিপাঠি। পশ্চিমবঙ্গের হস্তশিল্প ও বস্ত্র নিয়ে উৎসাহ দেখে এখানে ‘মঞ্জুষা’-র বিপণিটি ঢেলে সাজার কাজ শুরু করছে রাজ্য সরকার। বঙ্গভবনেও খোলা হবে স্থায়ী বিপণি। মিলবে রাজ্যের গোবিন্দভোগ চাল, দার্জিলিং চা। গরমে মালদহের আমও।

টাকা পড়ল ৪২ পয়সা
সোমবার ডলারে টাকা পড়েছে ৪২ পয়সা। দিনের শেষে ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৫২.৫০/৫১ টাকা। ব্যাঙ্ক ও আমদানিকারীদের ডলারের চাহিদা বাড়ায় এই পতন। এ দিন সেনসেক্সও পড়েছে ২৭৭ পয়েন্ট।

আইকোরের প্রয়াস
আজ মঙ্গলবার পাঁচ বছর পূর্ণ হচ্ছে আইকোর গোষ্ঠীর। সেই উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থা। থাকবেন বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য অতিথিরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.