আবাসিকদের ‘রেসিডেন্সিয়াল সার্টিফিকেট’ দেওয়ার জন্য এ বার থেকে মহকুমাশাসকের দফতরে ব্যবহার করা হবে বিশেষ সফ্টওয়্যার। সোমবার কালনার মহকুমাশাসক সুমিতা বাগচির দফতরে ওই প্রকল্পের উদ্বোধন করেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবং পূর্বস্থলীর (দক্ষিণ) বিধায়ক স্বপন দেবনাথ-সহ পাঁচটি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা। ২৪ জনের হাতে তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি শংসাপত্র তুলে দেওয়া হয়। মহকুমাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, এত দিন এই ধরনের শংসাপত্র হাতে লিখে দেওয়া হত। চাকরি-সহ অন্য প্রয়োজনে সেগুলির একটি করে প্রতিলিপি দফতরে রাখা হত। কিন্তু শংসাপত্র যাচাই করার জন্য পুরনো নথি ঘাঁটতে অনেক সময় লেগে যেত। দফতরের দাবি, এখন থেকে আর পুরনো নথি ঘাঁটতে আর সময় লাগবে না। বিশেষ সফ্টওয়্যারে উপভোক্তার নাম ও মেমো নম্বর দিলেই প্রয়োজনীয় নথি মিলবে। জেলাশাসক বলেন, ‘‘এতে কাজের গতি বাড়বে। মানুষকে আর হয়রান হতে হবে না।’’ নতুন শংসাপত্রটিতে উপভোক্তার গ্রামের নাম, ব্লকের নাম থাকলেও মৌজার নাম ছিল না। জেলাশাসক মৌজার নামও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
|
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনেই জয়ী হল সিপিএম। রবিবার কালনা ২ ব্লকে দফরপুর উচ্চ বিদ্যালয়ে নির্বাচন হয়। আগেও পরিচালন সমিতি সিপিএমের দখলেই ছিল। এ দিনই হাঁপানিয়া উচ্চবিদ্যালয়ে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয় তৃণমূল। চারটি আসনে তারা সিপিএমকে হারায়। নির্বাচনের ফল ৪-২। আগের বারও সমিতিতে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা ছিল। |