প্রতিবেশীর সঙ্গে মারামারি ও তাঁকে আক্রমণের অভিযোগ উঠল পুরসভার উপ-পুরপ্রধান সিপিএমের সুনীল খাণ্ডেলওয়ালের বিরুদ্ধে। রবিবার রাতে রানিগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেছেন রানিগঞ্জের সিহারশোলের বাসিন্দা তথা তৃণমূল সমর্থক রতন মোরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিহারশোলের পিএন মালিয়া রাস্তায় ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, রতনবাবু তাঁদের জানিয়েছেন, রবিবার রাত ৮টা নাগাদ নিজের মুদির দোকানে বসেছিলেন তিনি। সুনীলবাবুর সঙ্গে অশোক অগ্রবাল নামে এক ব্যক্তির পারিবারিক বিবাদ রয়েছে।
অভিযোগ, ওই দিন রাতে তাঁর দোকান থেকে অশোকবাবুকে বেরোতে দেখে সুনীলবাবু একদল দুষ্কৃতী নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা তাঁকে হুমকি দেয় ও মারধর করে বলেও দাবি করেন তিনি। তৃণমূল নেতা অলক সিংহ বলেন, “পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।”
অন্য দিকে, সুনীলবাবুর বক্তব্য, অশোক অগ্রবালের সঙ্গে তাঁর কোনও বিবাদ নেই। রতনবাবু ‘মত্ত’ অবস্থায় তাঁর নাম তুলে খারাপ কথা বলছিলেন। বাসিন্দারা তার প্রতিবাদ করেন। কিন্তু লাভ হয়নি কোনও। তিনি বলেন, “এখন উল্টে আমার নামেই অভিযোগ দায়ের করেছেন উনি।”
অলকবাবু অবশ্য বলেন, “৩৪ বছর ধরে বিরোধী দলের কর্মীদের কথা বলতে দেয়নি সিপিএম, এখনও তা বজায় রাখতে চাইছে।” |