|
খুচ-খুচরো অস্ত্রে যুদ্ধ জয় |
ঝামেলায় জেরবার হবেন না। ঘরের ইতিউতি তল্লাশ করুন। উপায় হাতের কাছেই মজুত আছে। |
• সর্দি এবং গলা ধরে থাকলে, এক বাটি জল গরম করতে দিন। জল ফুটতে থাকলে এতে দুই টেবিল চামচ নুন মেশান। এ বার নাক ও মুখ দিয়ে ফুটন্ত জলের বাষ্প টেনে নিন। নাক দিয়ে জল পড়াও কমবে, গলায় আরামও পাওয়া যাবে।
• প্রচণ্ড হাঁচি হতে থাকলে এক টুকরো কাপড়ে বেশ খানিকটা কালো জিরে রেখে পুঁটলি মতো করে নিন। এ বার এটি শুঁকতে থাকুন। হাঁচি কমে যাবে। |
|
|
• কয়েক টুকরো দারচিনি এক কাপ জলে ফুটিয়ে নিন। জলটা একটা পরিষ্কার বোতলে ভরে রাখুন। মাঝে মাঝেই মাউথ ওয়াশ হিসেবে এটি ব্যবহার করলে মুখের দুর্গন্ধ কমে যায়। ছোট এলাচের দানা চিবোলেও নিঃশ্বাস তরতাজা হয়। |
• এল সি ডি স্ক্রিন সাধারণ টি ভি স্ক্রিন-এর মতো পরিষ্কার করা যায় না, কারণ এগুলো খুব স্পর্শকাতর হয়। পরিষ্কারের আগে খুব নরম কাপড়ের টুকরো বা ব্রাশ দিয়ে স্ক্রিন থেকে আলগা ধুলো ঝেড়ে ফেলুন। এ বার এল সি ডি স্ক্রিন পরিষ্কারের জন্য নির্দিষ্ট সলিউশন-এ অল্প জল মিশিয়ে অন্য একটি কাপড়ের টুকরোয় স্প্রে করুন। এটি দিয়ে স্ক্রিন মুছে নিন। লক্ষ্য রাখবেন, মোছার সময় কোনও অংশে যেন জোরে চাপ না পড়ে বা আঁচড় না লাগে। |
• বালিশের ওয়াড়, বিছানার চাদর বা পরদা ইস্ত্রি করা সব সময় সম্ভব হয়ে ওঠে না। এগুলোকে ধোয়ার পর হাত দিয়ে যতটা সম্ভব টানটান করে ভাঁজ করে নিন। এ বার আপনার শোওয়ার ঘরের বিছানার তলার পরিপাটি করে পেতে দিন। সপ্তাহখানেক পর দেখবেন সুন্দর ভাঁজ হয়ে গিয়েছে। |
• সর্দি এবং গলা ধরে থাকলে, এক বাটি জল গরম করতে দিন। জল ফুটতে থাকলে এতে দুই টেবিল চামচ নুন মেশান। এ বার নাক ও মুখ দিয়ে ফুটন্ত জলের বাষ্প টেনে নিন। নাক দিয়ে জল পড়াও কমবে, গলায় আরামও পাওয়া যাবে।
• প্রচণ্ড হাঁচি হতে থাকলে এক টুকরো কাপড়ে বেশ খানিকটা কালো জিরে রেখে পুঁটলি মতো করে নিন। এ বার এটি শুঁকতে থাকুন। হাঁচি কমে যাবে। |
|
• আসবাব দ্রুত পরিষ্কার করতে চাইলে
হাতে একটা মোজা গলিয়ে নিন। এ বার আসবাবের গায়ে মোজাসুদ্ধ হাতটা
বুলিয়ে নিন। দেখুন কত তাড়াতাড়ি
পরিষ্কার হয়ে যায়।
চেয়ারের একটা পায়া অন্যগুলোর চেয়ে সামান্য ছোট বলে বসতে গেলেই নড়ছে। কী করবেন? জলের সরু পাইপের একটা ছোট অংশ মাপ মতো কেটে পায়ার তলায় আঠা দিয়ে আটকে দিন। চেয়ার আর নড়বে না।
ঘরে সিগারেট খেলে তার গন্ধ সহজে যেতে চায় না। একটা মোমবাতি জ্বালিয়ে দিন। দেখবেন, গন্ধ উধাও। রান্নাঘরের পোড়া খাবারের গন্ধও এই পদ্ধতিতে দূর করা যায়। |
|
|