রায়গঞ্জে এইমসের মতো হাসপাতাল তৈরির কাজে রাজ্য সরকার উদাসীন বলে ফের অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। শুক্রবার বাগডোগরায় কংগ্রেসের এক জনসভায় তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল হবে। তার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। অথচ রাজ্যে নতুন সরকার আসার পরে দশ মাস কেটে গেলেও সে কাজ হয়নি। তিনি বলেন, “এখন শোনা যাচ্ছে কল্যাণীতে ওই হাসপাতাল তৈরির চেষ্টা হচ্ছে। এর পরে যদি আমরা উত্তরবঙ্গ স্তব্ধ করে দিয়ে আন্দোলন করি তাতে দোষ কোথায়?” |
ছবি: বাগডোগরার সভায় দীপা দাশমুন্সি। তুলেছেন বিশ্বরূপ বসাক। |
সমাবেশে রাজ্য সরকারের জমি অধিগ্রহণ নীতি নিয়েও প্রশ্ন তোলেন দীপাদেবী। তিনি আক্ষেপ করে বলেন, “রাজ্যের জমি অধিগ্রহণ নীতি প্রস্তুত নয়। অথচ মুখ্যমন্ত্রী বলছেন, শিল্প, হাসপাতাল, স্কুলের জন্য জমি দেবেন। কিন্তু রায়গঞ্জে যখন এইমসের কথা বলা হচ্ছে তখন তিনি মুখে কুলুপ আঁটছেন।” তাঁর সাফ কথা, উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হবে কি না, তার চেয়ে বড় প্রশ্ন হল, রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল হবে কি না। তিনি বলেন, “মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না দেখে তা বলাটা কী অপরাধ?” জোট সঙ্গী হয়েও তৃণমূল রাজ্যে কংগ্রসকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অবশ্য দাবি করেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদকে চিঠি পাঠিয়ে রাজ্যে এইমসের ধাঁচে তিনটি হাসপাতাল করার কথা বলেছেন। তার একটি উত্তরবঙ্গেও করার কথা।” গৌতমবাবুর বক্তব্য, “দীপাদেবী এই সব মন্তব্য করে আসলে সিপিএমেরই সুবিধা করে দিতে চাইছেন।” |