ফরমান প্রত্যাহারের দাবি সফির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্রন্থাগারে সংবাদপত্র রাখার ব্যাপারে সরকার-নির্দিষ্ট তালিকা প্রত্যাহার করার দাবি উঠল পিডিএস আয়োজিত কনভেনশনে। ‘মুক্তচিন্তার সহায়ক’ বলে কিছু সংবাদপত্রের যে তালিকা রাজ্য সরকার বেঁধে দিয়েছে, তা ‘স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন পিডিএসের রাজ্য সভাপতি সৈফুদ্দিন চৌধুরী। মৌলালি যুবকেন্দ্রে তাঁদের দলীয় মুখপত্রের আয়োজনে এক কনভেনশনে সৈফুদ্দিন প্রস্তাব দিয়েছেন, “ছোট কাগজকে সাহায্য করার অনেক উপায় আছে। প্রতিষ্ঠিত কাগজগুলিকে সরকার বলুক, সরকারি গ্রন্থাগারে একটি করে কাগজের কপি বিনামূল্যে দিতে। আর গ্রন্থাগার ঠিক করুক, নিজেদের পয়সায় তারা কোন কোন কাগজ রাখতে পারবে।” কার্টুন-কাণ্ডের উল্লেখ করে সরকারের ‘অসহিষ্ণুতা’র সমালোচনা করেন সৈফুদ্দিন এবং তরুণ সান্যাল, নবারুণ ভট্টাচার্য, অসীম চট্টোপাধ্যায়, সব্যসাচী দেব প্রমুখ বক্তারা। শেষে সংবাদপত্র রাখার ব্যাপারে সরকারি নির্দেশিকার বিরুদ্ধে এক লাইনের প্রস্তাব আনেন অনুরাধা পূততুণ্ড এবং ‘সর্বসম্মতি’তে তা গৃহীত হয়। |
প্রবীণা সন্ন্যাসিনী প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দক্ষিণেশ্বরের শ্রীসারদা মঠের সন্ন্যাসিনী প্রব্রাজিকা সদাত্মপ্রাণা (৬০) শুক্রবার ভোর পাঁচটায় প্রয়াত হয়েছেন। দেড় বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম অধ্যক্ষা প্রব্রাজিকা ভারতীপ্রাণামাতাজীর কাছে তাঁর মন্ত্রদীক্ষা হয়। ১৯৭৬ সালে তিনি সঙ্ঘে যোগদান করেন। দ্বিতীয় অধ্যক্ষা প্রব্রাজিকা মোক্ষপ্রাণামাতাজীর কাছে তিনি ১৯৮১ তে ব্রহ্মচর্য এবং ১৯৮৬ তে সন্ন্যাসলাভ করেন। সঙ্ঘজীবনে তিনি সিস্টার নিবেদিতা গার্লস স্কুল এবং পরে বিবেকানন্দ বিদ্যাভবন কলেজে সংস্কৃত পড়িয়েছেন। পরে দিল্লি কেন্দ্রে ‘সৎবিৎ’ ইংরেজি পত্রিকার কাজে নিযুক্ত হন। ১৯৮৪ সালে তিনি মঠের মূলকেন্দ্র দক্ষিণেশ্বরে ফিরে আসেন। শ্রীসারদা মঠের মুখপত্র ‘নিবোধত’ পত্রিকার জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত ছিলেন। ১৯৯০ সাল থেকে সংযুক্ত সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন। প্রতিটি কাজে ছিল তাঁর অকুণ্ঠ নিষ্ঠা। ছিল গুরুজনদের প্রতি আনুগত্য। স্বভাবের মাধুর্য এবং আলাপচারিতায় ছোট-বড় নির্বিশেষে সকলেই তাঁর প্রতি আকৃষ্ট হত। |
ফ ব-র বিক্ষোভ, ‘সহমর্মিতা’ও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খাদ্য দফতরে অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। তাদের দাবি, নতুন ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তা না-করে নতুনদের চাকরির পথ বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। এর ‘প্রতীকী’ প্রতিবাদ হিসাবে শুক্রবার মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে পুনর্নিয়োগ সংক্রান্ত ওই সরকারি বিজ্ঞপ্তির প্রতিলিপি পুুড়িয়েছে ফ ব-র যুব সংগঠন যুব লিগ। দলের কলকাতা জেলা কমিটির ১০ জনের একটি প্রতিনিধিদল এ দিনই নোনাডাঙা গিয়েছিল অনশনকারীদের প্রতি ‘সহমর্মিতা’ জানাতে। |
ইমামদের ভাতার বিরুদ্ধে তোগাড়িয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ইমাম-ভাতা নিয়ে বিতর্ক আরও ঘোরালো হল। বৃহস্পতিবার ইমাম-ভাতার বিরুদ্ধে সরব হয়েছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। শুক্রবার ইমাম-ভাতার প্রতিবাদে কলকাতায় বক্তৃতা করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া। এ দিন কলেজ স্ট্রিটে এক সমাবেশে বক্তৃতায় তোগাড়িয়া দাবি করেন ইমাম-ভাতার ঘোষণা প্রত্যাহার করতে হবে অথবা রাজ্যের সমস্ত পুরোহিত এবং হিন্দু বেকারকে সম-পরিমাণ ভাতা দিতে হবে। মমতা ওই দাবি না মানলে তাঁকে ‘গণতান্ত্রিক দণ্ড’ দেওয়া হবে বলেও হুমকি দেন তোগাড়িয়া। তবে মমতা গঙ্গাসাগর যাত্রী পুণ্যার্থীদের কর মকুব করায় তোগাড়িয়া তাঁকে ‘ধন্যবাদ’ও দিয়েছেন। |
সংবাদপত্র ফতোয়াকে চ্যালেঞ্জ, ফের মামলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র রাখা যাবে, তা নিয়ে রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আরও একটি জনস্বার্থের মামলা হল কলকাতা হাইকোর্টে। এই মামলাটি দায়ের করেছেন আইনজীবী চিত্তরঞ্জন পণ্ডা। এর আগে এই বিষয়ে একটি জনস্বার্থের মামলা হয়েছিল। শুক্রবার সেই মামলাটির শুনানি ছিল। প্রথম মামলার আবেদনকারী এ দিন জানান, তিনি দ্বিতীয় মামলার আবেদনের প্রতিলিপি পাননি। ফলে মামলার শুনানি এ দিন হয়নি। ৪ মে ওই মামলার শুনানি হবে। রাজ্য সরকারের গ্রন্থাগার দফতর সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র নেওয়া যাবে, তা নির্দিষ্ট করে দিয়েছে। ওই তালিকা থেকে বাদ পড়েছে আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ এবং অন্য কয়েকটি দৈনিক। রাজ্য সরকারের ওই নির্দেশিকা জারির এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে এখন দু’টি মামলার শুনানি হবে হাইকোর্টে। |
চিনে আমন্ত্রিত মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ঝ্যাং ইয়ান। শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানান তিনি। পরে মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিকদের এ কথা জানান। তবে তিনি চিন যাবেন কি না, গেলে কবে নাগাদ যেতে পারেন, সেই বিষয়ে কিছুই জানাননি মমতা। |