|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
বইপাড়ার নূতন হাল-খাতা |
বইপোকা |
বইপাড়ায় নববর্ষ আসিল এবং চলিয়া গেল। কিন্তু নূতন কিছু আসিল কি? বইপাড়ার সাম্প্রতিক হাল-খাতা খুলিয়া দীর্ঘ অন্ধকারের পরে, এই বৎসর দুই-একটি সম্ভাবনাময় নূতন দেখিয়াছি। অদ্য তাহাদের একটির কথা বলিব। প্রথম নূতনটি কমিক্সের দুনিয়ায়। যাঁহারা সন্ধান জানেন, তাঁহারা বুঝেন, মৌলিক বাংলা কমিক্স ইদানিং প্রায় ডুমুরের ফুল হইয়া দাঁড়াইয়াছে। নবীন কমিক্স-নির্মাতা প্রায় কেহ নাই বলিলেই চলে। যে কয়টি কমিক্সের কাজ পত্রপত্রিকায় এবং ক্বচিৎ গ্রন্থাকারে দেখিতেছি, সেগুলির সকলই কমিক্স নহে, এক অর্থে গ্রাফিক নভেল। অর্থাৎ পুরাতন গদ্যগল্পগুলিরই গ্রাফিক উপস্থাপন। গ্রাফিক নভেল বলিতে অবশ্য গ্রাফিক উপস্থাপনেই প্রকাশিত উপন্যাসকে বুঝায়, ইংরাজি ভাষার এই নূতন সাহিত্যসংরূপটি অদ্যাবধি বাংলা ভাষায় মিলে নাই, আপাতত বাংলায় গ্রাফিক নভেল বলিতে পুরাতন কাহিনির চিত্ররূপ। সুতরাং এই আকালে বিদেশি কমিক্সের আমদানিই ভরসা। এই পরিস্থিতিতে, কিঞ্চিৎ উল্টা পথে হাঁটিল ‘লালমাটি’। এই প্রথম তাহারা প্রকাশ করিল নারায়ণ দেবনাথের ‘বাঁটুল দি গ্রেট’-এর ইংরাজি অনুবাদ। ঝকঝকে ছাপায় তরতরিয়ে চলা গদ্যে বাঙালির সেই আশৈশবের মজা এই বার সাগর পার হইতে চলিল। ইতোপূর্বে নন্টে-ফন্টে ইংরাজিতে প্রকাশ করিয়াছিল বী বুকস। ইহার ফলে কমিক্সের আন্তর্জাতিক দুনিয়ায় বাঙালি কতটা ঠাঁই করিয়া লইতে পারিবে তাহা সময়ই বলিবে, কিন্তু উদ্যোগটি যে শুরু হইয়াছে, ইহা আশার কথা। নববর্ষের নূতন আশা। |
|
|
|
|
|