টুকরো খবর
ধর্ষণ মামলায় বেকসুর খালাস
ধর্ষণ মামলায় বেকসুর খালাস হলেন সবংয়ের তিন কংগ্রেস নেতা-কর্মী। মেদিনীপুরের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক মনোজ রাই শুক্রবার এই নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, ২০০৮ সালের ৫ মে সবং থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন কেরুর এলাকার এক বিধবা মহিলা। স্থানীয় কংগ্রেস নেতা-কর্মী স্বরূপ সেনগুপ্ত, একাদশী মণ্ডল ও কালীপদ সামন্তকে গ্রেফতার করা হয়। ৯০ দিন করে জেল খাটার পর ৩ জনই জামিন পান। মামলায় সাক্ষী ছিলেন ১২ জন। আদালত সূত্রে খবর, যে বিধবা মহিলার অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়, সেই মহিলাই আদালতের কাছে জানান, সেই সময় শঙ্কর দাস নামে স্থানীয় এক সিপিএম নেতা সাদা কাগজে তাঁর টিপ সই করিয়ে নেন। পরে ওই কাগজে অভিযোগ লিখে থানায় জমা দেন। কাগজে কী লেখা ছিল, তিনি কিছুই জানেন না। শুনানি শেষে শুক্রবার ৩ জনকেই বেকসুর খালাসের নির্দেশ দেন বিচারক। অভিযুক্তপক্ষের আইনজীবী হরিসাধন ভট্টাচার্য বলেন, “আমার মক্কেলদের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছিল। আদালতের রায়েও তা প্রমাণ হল।” শঙ্কর দাস নামে ওই সিপিএম নেতা এখন অন্য একটি মামলায় অভিযুক্ত হয়ে জেল হাজতে রয়েছেন।

সিটুর শরিকি হার
মালিকপক্ষের সঙ্গে কে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করবে, এ সংক্রান্ত নির্বাচনে সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসির কাছে হেরে গেল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। পালাবদলের পরেও এখানে ইউনিট খুলতে পারেনি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি! শুক্রবার নিমপুরার এসএমজি কারখানায় নির্বাচন হয়। কারখানাটি গিয়ার বক্স তৈরির। স্থায়ী কর্মীরাই ভোটাভুটিতে যোগ দেন। ভোট পড়ে ১৬৫টি। এআইটিইউসি পায় ৯৭টি ভোট। সিটু পায় ৬৭টি ভোট। একটি ভোট বাতিল হয়। জয়ের পর উৎসবে মাতেন এআইটিইউসির কর্মী-সমর্থকরা। এআইটিইউসি নেতা বিপ্লব ভট্ট বলেন, “সংখ্যাগরিষ্ঠ শ্রমিক আমাদের সমর্থন করেছেন। আমরা ওঁদের কাছে কৃতজ্ঞ।” পরাজয় নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি সিটু নেতা অনিতবরণ মণ্ডল।

স্কুলে ইকো ক্লাব
শালবনির ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে গড়ে উঠল ইকো ক্লাব। শুক্রবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় গড়ে ওঠা আচার্য জগদীশচন্দ্র বসু ইকো ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সায়েন্স সেন্টারের কর্মকর্তা সুচাঁদ পান, বিদ্যালয় সহ-পরিদর্শক বিমল সাহু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী প্রমুখ। সকালে শোভাযাত্রা বেরোয়। প্রায় ৮০০ ছাত্রছাত্রী এতে যোগ দেয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। কী ভাবে বিদ্যালয় এবং এলাকার পরিবেশ সুন্দর রাখা যায়, আরও সচেতনতা বাড়ানো যায়, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাই তুলে ধরেন বিশিষ্টজনেরা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী দিনে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হবে।

কুয়োর মধ্যে দেহ
কুয়োর মধ্যে পাওয়া গেল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি খড়্গপুরের শহরের ছত্রিশপাড়া এলাকার। মৃতের নাম এম কালীদাস (৪২)। কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে কুয়োয় ফেলে দিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে অনুমান। বৃহস্পতিবার সন্ধের পর থেকে ওই ব্যক্তির খোঁজ পাচ্ছিলেন না তাঁর পরিজনেরা। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন কুয়োর আশপাশে রক্তের দাগ দেখতে পান। পরে খোঁজাখুঁজি শুরু হতেই দেখা যায়, কুয়োর মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত বলেন, “তদন্ত শুরু হয়েছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, কী ভাবেই বা এই ঘটনা ঘটল, সবই খতিয়ে দেখা হচ্ছে।”

স্কুলে অনুষ্ঠান
রামনগর থানার মৈতনা উচ্চ বালিকা বিদ্যালয়ের দু’দিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল বৃহস্পতিবার। বুধবার পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক রাধাশ্যাম মান্না। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন পরিচালন সমিতির সম্পাদক মানস কুমার নন্দ। দু’দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষতানন্দ, জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন, বটতলা আনন্দময়ী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অর্ধেন্দু বিকাশ মাইতি, বর্তমান প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, অলক নদ, মৈতনার উপপ্রধান তমালতরু দাসমহাপাত্র প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সঙ্গীত, নাটক, আবৃত্তি, নৃত্যনাট্য পরিবেশন করে ছাত্রীরা। নৃত্যানুষ্ঠান পরিবেশন করে কলকাতার নৃত্যাঙ্গন ব্যালে ট্রুপ।

জুয়া-সাট্টা, নালিশ
পুলিশের মদতেই চন্দ্রকোনায় প্রকাশ্যে জুয়া খেলা চলছে বলে অভিযোগ উঠল। কালীপুজো উপলক্ষে চন্দ্রকোনা শহরের জয়ন্তীপুর সংলগ্ন মুড়াকাটা এলাকার দিঘির পাড়ে মেলা বসেছে। সেখানেই মেলা কমিটি জুয়ার আসর বসিয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, জুয়ার টাকা থেকেই মেলা প্রাঙ্গণে নাটক, যাত্রা, অর্কেষ্ট্রা হচ্ছে। পুলিশের সঙ্গে যোগসাজশেই নাকি এ সব চলছে।

চন্দ্রকোনারোডে ডাকাতি
বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা রোডের উড়াসাই গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৫-২০ জনের দুষ্কৃতী দল লোহার রড, বন্দুক নিয়ে বাড়ির লোহার দরজা ভেঙে পেশায় পুরোহিত বিকাশ চক্রবর্তীর বাড়িতে ঢোকে। ঘন্টাখানেক লুঠপাট চলে। বেশ কিছু সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা লুঠ হয়েছে বলে গৃহকর্তা জানিয়েছেন। শুক্রবার সকালে চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কেউ গ্রেফতার হয়নি।

ক্রীড়া প্রতিযোগিতা
শুক্রবার খড়্গপুর শহরের দক্ষিণ তালবাগিচার আদিবাসীপাড়ায় শেষ হল দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজক স্থানীয় বিধুচন্দন ক্লাব। দৌড়, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার-সহ নানা প্রতিযোগিতায় যোগ দেয় আদিবাসীরা। এ দিন সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.