মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে বাঘের হানায় প্রাণ গেল এক তরুণের। শুক্রবার সকালে গোসাবার সজনেখালি রেঞ্জের চোরাগাজিখালি জঙ্গলের ঘটনা। মৃত রবীন সর্দারের (১৮) বাড়ি কুলতলির শ্যামনগরে। বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, তারা কুলতলির বিভিন্ন গ্রাম থেকে মধু সংগ্রহ করতে জঙ্গলে যায়। দলটির সদস্য নরেন সর্দার বলেন, “মধু সংগ্রহের সময় বাঘ রবীনের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের লাঠির বাড়িতে বাঘটা পালায়।” বনকর্মীদের সাহায্যে গুরুতর জখম রবীনকে ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
|
একটি দলছুট মাকনা খাবারের লোভে একের পর এক বাড়ি ভেঙে তছনছ করে দিচ্ছে। নগদে ক্ষতিপূরণের দাবি-সহ হাতির হানা বন্ধের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন শালকুমারহাট গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়ার বাসিন্দারা। উত্তরবঙ্গের বনপাল বিপিন সুদ বলেন, “ক্ষতিপূরণের টাকা নগদে দেওয়ার নিয়ম নেই। ক্ষতিগ্রস্তরা ডিএফও-কে আবেদন করলে তিনি চেক প্রদান করবেন। হাতির হানার বিষয়টি বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।” |