বৈঠক মহাকরণে
পরিবেশ-বান্ধব শিল্পে লগ্নিতে আগ্রহী ব্রিটেন
শিল্প অবশ্যই চাই। তবে ব্রিটেন সেই সব শিল্পেই বিনিয়োগ করতে চাইছে, যা থেকে পরিবেশে কম দূষণ ছড়ায়।
সেই জন্যই রাজ্যে পরিবেশ-বান্ধব শিল্পে লগ্নি করতে চান ব্রিটেনের বিনিয়োগকারীরা। এর মধ্যে সৌর বিদ্যুৎ যেমন রয়েছে, তেমনই রয়েছে বর্জ্য পুনর্ব্যবহার সংক্রান্ত শিল্পও। শুক্রবার কলকাতায় এ কথা জানান ব্রিটেনের পরিবেশমন্ত্রী গ্রেগরি বার্কার।
ব্রিটিশ পরিবেশমন্ত্রী এ দিন মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্র, পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার এবং বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “ব্রিটেনের তুলনায় ভারতের পরিবেশ এমনিতেই অনেক বেশি দূষিত। তার উপরে এ দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কাজ হচ্ছে। তাতে সব চেয়ে বেশি ক্ষতির আশঙ্কা আছে পরিবেশেরই। তাই পরিবেশ-বান্ধব শিল্পেই আমাদের আগ্রহ বেশি।” তাঁদের দেশের লগ্নিকারীরা ওই সব শিল্পের দিকেই ঝুঁকছেন বলে জানান গ্রেগরি।
ব্রিটেনের পরিবেশমন্ত্রী গ্রেগরি বার্কারের সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্র। নিজস্ব চিত্র
শিল্পের বর্জ্য থেকে পরিবেশ দূষণ কমাতে লন্ডনের ইমম্পিরিয়াল কলেজ নিয়মিত গবেষণা করছে বলে জানান ব্রিটেনের পরিবেশমন্ত্রী। সুদর্শনবাবু এ দিন বলেন, “প্রয়োজনে লন্ডনের ওই কলেজের সহায়তায় কলকাতাতেও কোনও গবেষণা কেন্দ্র গড়ে তোলা যায় কি না, সেই বিষয়েও আলোচনা হয়েছে।” গ্রেগরি জানান, ব্রিটেনে এখনও শিল্প-কারখানা এবং অন্য উৎস থেকে পরিবেশ দূষণ ঘটেই চলেছে। ২০৫০ সালের মধ্যে সেই দূষণ ৮০ শতাংশ কমিয়ে ফেলা হবে বলেও তাঁর দাবি। তাঁর কথায়, “শিল্প-ভিত্তিক এমন অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে বাতাসে কার্বন কণা যথাসম্ভব কম মিশতে পারে। শুধু ব্রিটেনে নয়, এই ‘লো-কার্বন ইকনমি’ পশ্চিমবঙ্গেও প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন গ্রেগরি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.