|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
আভাসিত নারীর মুক্ত মন |
মৃণাল ঘোষ |
চৈতালী চন্দ এক জন উদীয়মান নবীন ভাস্কর। ছবিও আঁকেন নিয়মিত। নক্ষত্র গ্যালারিতে তাঁর ১১টি ব্রোঞ্জ ও ১০টি অ্যাক্রিলিকের ক্যানভাস নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল প্রদর্শনী। ‘বাজার’, ‘খেয়াঘাট’ বা ‘বাঁশঝাড়ে’র মতো রচনায় তাঁর আঙ্গিক পদ্ধতিতে উদ্ভাবনী-নৈপুণ্য অনুভব করা যায়। |
|
অবয়বী ভাস্কর্যগুলিতে নারীর মুক্ত মনের রোমান্টিক চেতনা আভাসিত হয়েছে। পদ্মবনে ফুলের উপর ঝাঁপ দিয়ে পড়েছে মানবী বা মিনারের উপরে দু’হাত তুলে নৃত্যরতা যুবতী এ সব কাজে সেই রোমান্টিকতার প্রকাশ। ছবিতে শহর বা শহরতলির বাড়িঘরের জটলাকে বিমূর্তায়িত করেছেন।
|
প্রদর্শনী চলছে
সিমা: জয়শ্রী, রিনি প্রমুখ ২৮ পর্যন্ত।
জি সি লাহা: রাজীব পাল আজ শেষ।
অ্যাকাডেমি: অভিজিৎ, সত্যজিৎ ২৪ এপ্রিল পর্যন্ত। অরুণাভ বন্দ্যোপাধ্যায় ২৪ পর্যন্ত।
আকার প্রকার: শক্তি বর্মন ২৪ পর্যন্ত।
কেমোল্ড: মানস সোম ২৫ পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: হিরণ মিত্র ২৯ এপ্রিল পর্যন্ত।
ভিক্টোরিয়া মেমোরিয়াল: শক্তি বর্মন ২৯ পর্যন্ত।
চিত্রকূট: যামিনী রায় ২৯ পর্যন্ত।
শুরু হবে
বিড়লা অ্যাকাডেমি: অর্জুনের একক ২৪ থেকে। |
|