সিটি সিইও-র বিরুদ্ধে মামলা
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
সিটি ব্যাঙ্কের চিফ এগ্জিকিউটিভ অফিসার বিক্রম পণ্ডিত ও ব্যাঙ্কের ডিরেক্টরদের বিরুদ্ধে মামলা করলেন আর্থিক সংস্থাটির এক শেয়ারহোল্ডার। তাঁর অভিযোগ, ২০১১ সালের জন্য সংস্থার উচ্চপদস্থ কর্তারা (এগ্জিকিউটিভ) বেতন হিসেবে বাড়ি নিয়ে গিয়েছেন ৫.৪০ কোটি ডলার। যার মধ্যে ১.৫ কোটি ডলার পেয়েছেন শুধুমাত্র বিক্রম পণ্ডিতই। অথচ, ব্যাঙ্কের আর্থিক ফলাফল মোটেই আশানুরূপ নয়। শুধু তাই নয়, গত মঙ্গলবার ব্যাঙ্কের বার্ষিক সভায় পণ্ডিতের পে-প্যাকেজের বিরুদ্ধে ভোট দিয়েছেন উপস্থিত প্রায় ৫৫% শেয়ারহোল্ডার। কোনও বৃহৎ মার্কিন ব্যাঙ্কের ইতিহাসে প্রথম। অবশ্য ম্যানহাটনের ফেডারেল কোর্টে করা এই মামলাকে অকারণ বলে ব্যাখ্যা করে তা খারিজ করে দেওয়ার আবেদন জানানো হবে বলে বয়ান দিয়েছেন সিটি গ্রুপের মুখপাত্র শ্যানন বেল। |
টানা চার দিন ওঠার পর হোঁচট সেনসেক্সের, মুনাফা কমলো আরআইএলের
সংবাদসংস্থা • মুম্বই |
টানা চার দিন বাড়ার পর শুক্রবার কিছুটা হোঁচট খেল সেনসেক্স। প্রায় ১৩০ পয়েন্ট পড়ে দিনের শেষে থামল ১৭,৩৭৩.৮৪ অঙ্কে। এ দিনের পতনের কারণ মূলত তিনটি
১) চতুর্থ ত্রৈমাসিকে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের (আরআইএল) মুনাফা কমার আশঙ্কা।
২) কেন্দ্রের চাপে এখন তাড়াহুড়ো করে সুদ কমানোয় ভবিষ্যতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মুনাফা কমতে পারে বলে লগ্নিকারীদের ভয়।
৩) দুপুরে নিফটির আগাম লেনেদেন সূচকের আকস্মিক ৬.৭% পতন। যা লেনদেন প্রক্রিয়ায় কোনও ভ্রান্তির কারণে হয়েছে বলে জল্পনা ছড়ালেও, পরে এনএসই মুখপাত্র তা অস্বীকার করেন। এ দিকে, লগ্নিকারীদের আশঙ্কা সত্যি করে বাজার বন্ধের পর আরআইএল জানায়, চতুর্থ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ২১.২% নেমে হয়েছে ৪,২৩৬ কোটি টাকা। কেজি বেসিনে গ্যাস উৎপাদন কমায় টানা দুই ত্রৈমাসিকে মুনাফা কমলো সংস্থার। |
গত অর্থবর্ষে পূর্ব রেলের আয় তার আগের বছরের তুলনায় ১২.০৪% বেড়ে হয়েছে ৫,৫৭৪.১৭ কোটি টাকা। যাত্রী পরিবহণ থেকে আয় ৯.৪৫% বেড়ে ছুঁয়েছে ১,৫৬০.২০ কোটি। যাত্রী সংখ্যাও ৫.৫% বেড়ে হয়েছে ১১৭.৩৫ কোটি। আলোচ্য সময়ে পণ্য পরিবহণ ৫.২১% বেড়ে হয়েছে ৫.৭৭ কোটি টন এবং এই বাবদ আয় ১৩.৪০% বেড়ে হয়েছে ৩,৭৫২.৯০ কোটি টাকা। |
কলকাতা-সহ দেশের পূর্বাঞ্চলে আসবাবের বাজারে দখল বাড়াতে উদ্যোগী হল গোদরেজ ইন্টিরিয়র। এই লক্ষ্যে চলতি বছরেই এই অঞ্চলে ছ’টি অত্যাধুনিক শোরুম খুলতে চায় তারা। যার একটি সম্প্রতি চালু হয়েছে কলকাতার বিটি রোডে। এ দিকে, অত্যাধুনিক নকশার আসবাব তৈরি করতে গবেষণার জন্য ‘ডিজাইন এইচকিউ’ নামের একটি গবেষণা কেন্দ্র চালু করেছে সংস্থাটি। |
মার্কিন বহুজাতিক প্রোক্টর অ্যান্ড গ্যাম্বেলস-এর থেকে প্রিঙ্গলস চিপস ব্র্যান্ডটি কিনে নিচ্ছে কেলগ্স। এ জন্য নগদে ২৭০ কোটি ডলার দেবে তারা। যার ২০০ কোটি বাজার থেকে ধার করা হবে, দাবি কেলগ্স-এর। এ বছরেই চুক্তি হওয়ার কথা। |