অগ্নির পাল্লা আরও বেশি, দাবি চিনের |
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে চিন। বৃহস্পতিবারই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল চিনা সরকারি সংবাদমাধ্যম। আজও অগ্নি-৫ নিয়ে নানা জল্পনা চালিয়েছে চিনা সংবাদপত্রগুলি। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচ হাজার কিলোমিটার বলে জানিয়েছে ভারত। কিন্তু চিনা বিশেষজ্ঞ ডু ওয়েনলংয়ের মতে, ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা আসলে আট হাজার কিলোমিটার। ভারত অন্য দেশকে সতর্ক করতে চায় না বলেই প্রকৃত তথ্য জানানো হয়নি। অপর এক বিশেষজ্ঞ ঝাং ঝাওঝংয়ের মতে, এখন অগ্নির পাল্লা কম হলেও পরে তা বাড়ানো যেতে পারে। ডু ও ঝাং চিনা সেনাবাহিনীর দু’টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ফলে, তাঁদের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত বলে ধারণা কূটনৈতিক শিবিরের। ভারতের ক্ষেপণাস্ত্র সম্ভারের দুর্বলতা নিয়েও আলোচনা করেছে চিনা সংবাদমাধ্যম। পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য গতিপথ নিয়ন্ত্রণকারী বিশেষ ব্যবস্থা ভারত তৈরি করতে পারেনি। তাই এই বিষয়ে দিল্লি এখনও বিদেশি প্রযুক্তির উপরে নির্ভরশীল। সম্প্রতি ভারতের অস্ত্রশস্ত্রের অভাব নিয়ে প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান ভি কে সিংহের লেখা চিঠি প্রকাশিত হওয়ায় বিতর্ক শুরু হয়। ওই বিতর্ক সহ ভারতীয় সামরিক বাহিনীর বেশ কয়েকটি সাম্প্রতিক কেলেঙ্কারির কথা উল্লেখ করেছে চিনা টেলিভিশন।
|
পাল্টাপাল্টি সফর ভারত ও বাংলাদেশের |
ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার জল বণ্টনের বিষয়টি নিয়ে জট এখনও কাটেনি। কিন্তু তার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে থমকে না যায়, সে জন্য দুই দেশই সক্রিয়। আগামী মাসে দু’দেশই তাই ব্যস্ত থাকবে কূটনৈতিক আদানপ্রদানে। বিদেশ মন্ত্রকের বক্তব্য, বিভিন্ন সাংস্কৃতিক উৎসব উপলক্ষে এই আদানপ্রদান হবে বটে, কিন্তু আসল উদ্দেশ্য হবে সম্পর্ককে চাঙ্গা রাখা। মে-র প্রথম সপ্তাহেই ঢাকা সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সে দেশে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন প্রণব। তিনি ফিরলেই দিল্লি আসবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপু মণি। তাঁর আসার উপলক্ষও সাংস্কৃতিক। আর তার পর সংসদ অধিবেশন শেষ হলে ২৩ মে পাঁচ দিনের সফরে ঢাকা যাবেন লোকসভার স্পিকার মীরা কুমার। কাজি নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশনার ৯০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হবে বাংলাদেশে। তাতে যোগ দিতেই বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছে তাঁকে।
|
নরওয়ের ‘খুনি’ জানাল ‘শিক্ষক’ আল-কায়দাই |
ইন্টারনেটে আল-কায়দা-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের হামলা সম্পর্কে বিশদ পড়াশোনা করে সে নিজেকে প্রশিক্ষিত করে তুলেছিল বলে জানিয়েছে নরওয়ে হত্যালীলায় অভিযুক্ত অ্যান্ডার্স বেহরিং ব্রেভিক। ব্রেভিকের বিচারপর্ব আজ পঞ্চম দিনে পড়ল। আদালতে ব্রেভিক জানায়, “আল-কায়দার সমস্ত কর্মকাণ্ড নিয়েই আমি নেট ঘেঁটেছি। অনেক কিছু শিখেছি। আমি আল-কায়দার ইউরোপীয় সংস্করণ তৈরি করতে চাই।” গত ২২ জুলাই ব্রেভিকের ঘটানো হামলায় ৭৭ জনের মৃত্যু হয় বলে অভিযোগ। |