জয়গাঁয় বন্যা নিয়ন্ত্রণ ও ধস রোধে বাঁধ তৈরিতে ভারতকে সবুজ সংকেত দিল প্রতিবেশী দেশ ভুটান। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মহকুমা শাসকের দফতরে বিষয়টি নিয়ে একটি বৈঠক হয়। সেখানের ভুটানের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। ভুটানের ভিতর দিয়ে যাওয়া যোগীখোলা নদীতে বাঁধ তৈরি নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই বলে ভুটানের আধিকারিকেরা জানিয়ে দেন। বর্ষার আগেই ভুটানে ওই কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে ঠিক হয়েছে। মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “ভুটানের দিক থেকে ছোটবড় ৭২টি নদী আলিপুরদুয়ার মহকুমার উপর দিয়ে গিয়েছে। প্রতি বছর বর্ষায় জলস্রোতের সঙ্গে ধসে ক্ষয়ক্ষতি হয়। তোর্সার সঙ্গে মিশে যাওয়া ভুটানের যোগীখোলা নদীর প্রবল জলস্রোতে জয়গাঁর বিস্তৃর্ণ এলাকায় প্রতি বছর ক্ষয়ক্ষতি হয়। এবার বাঁধ তৈরি হলে অনেকটাই সমস্যা মিটবে।” মহকুমাশাসক জানান, ভুটানের সঙ্গে যোগাযোগ করে যোগীখোলায় বাঁধ দেওয়ার জন্য বলা হচ্ছিল। কিন্তু বাঁধটি ভুটানের ভিতরে হওয়ার জন্য অনুমতি পাওয়া যাচ্ছিল না। এদিনের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। সীমান্ত এলাকায় উন্নয়ন প্রকল্পের প্রায় ৩০ লক্ষ টাকায় ৩০৭ মিটার লম্বা ওই বাঁধ তৈরি হবে। এদিন মহকুমা শাসকের দফতরে সেচ দফতরের কর্তাদের পাশাপাশি, ভুটানের ফুন্টশেলিং শহরের অতিরিক্ত জেলাশাসক তাসি গেলসন উপস্থিত ছিলেন। সেচ দফতরের আলিপুরদুয়ারের কার্যনির্বাহী বাস্তুকার নির্মলকুমার বর্মন জানান, গত ১৯৯৩ সালে যোগীখোলার জলে আলিপুরদুয়ারে ভয়াবহ বন্যা হয়। প্রতিবছর ভুটান পাহাড় থেকে বালি পাথরের ধস নেমে জয়গাঁ শহরের মঙ্গলাবাড়ি, বিবাড়ি সহ বেশ কিছু এলাকায় ক্ষতি হয়। ঘরবাড়ি, কৃষি জমির নষ্টের পাশাপাশি আলিপুরদুয়ারে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দেয়। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করা হবে। ২১ দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষমাত্রা রাখা হয়েছে।
|
পর পর বোমা বিস্ফোরণে আজ ইরাকের বিভিন্ন প্রদেশে নিহত হলেন কমপক্ষে ৩০ জন। অভ্যন্তরীণ মন্ত্রক সূত্রে খবর, বাগদাদ ও সংলগ্ন অঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন ১৭ জন। পুলিশ জানিয়েছে, কিরকুক প্রদেশে নিহত ৯ জন। দিয়ালা প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন এক পুলিশ। সালাহেদ্দিন প্রদেশে বোমা ফেটে মারা যান ৩ জন। ইরাকের সেনার সন্দেহ, হামলায় আল কায়দার হাত রয়েছে।
|
যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়া |
উৎসবের সময়ে উত্তর কোরিয়াকে ‘অপমান’ করা বন্ধ না করলে ‘পবিত্র সংগ্রামে’র মুখে পড়তে হবে দক্ষিণ কোরিয়াকে। আজ এই হুমকি দিয়েছে উত্তর কোরিয়া সরকার। এ দিনই একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি আমেরিকা সহ বিভিন্ন দেশের আপত্তি সত্ত্বেও একটি দূরপাল্লার রকেট পরীক্ষা করে উত্তর কোরিয়া। |