|
|
|
|
|
|
তিনি বলেন
|
হাইওয়েতে এই ধরনের ছিনতাই কী ভাবে ঠেকানো যায়,
সে বিষয়ে আমরা অন্যান্য জেলার পুলিশের
সঙ্গেও আলোচনা করছি। |
নিশাদ পারভেজ |
প্রসঙ্গ হাওড়ায় ট্যাঙ্কার-চালক ‘খুন’ |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৫ ও ৯।
শুভ দিন: বুধ, শুক্র ও শনি।
শুভ রং: সাদা, ছাই ও সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না ও পীত পোখরাজ।
স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। ছোট ভাই বা বোনের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন। অন্যের কথা বিশ্বাস করে ঠকতে পারেন। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয় ভাল হলেও ব্যয়াধিক্য থাকবে। ব্যবসায় অগ্রগতি অব্যাহত থাকবে। ঋণ শোধের সুযোগ পাবেন। স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি। বাড়িতে শুভ অনুষ্ঠান ও জন সমাগম। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
জলের অপচয় বন্ধে
বেহালা পৌরসভা এবং পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম প্রচেষ্টায় সমগ্র বেহালা অঞ্চলে ভূগর্ভস্থ পানীয় জল সরবরাহ প্রচেষ্টার আংশিক বাস্তবরূপায়ণ দেখিতেছি। সমগ্র বেহালার মাত্র কয়েকটি অঞ্চলে জল সরবরাহ আরম্ভ হইয়াছে। দুঃখের বিষয় একনাগাড়ে বাধাবন্ধনহীনভাবে প্রচণ্ড বেগে জল পতিত হইবার ফলে রাস্তাঘাটের অপূরণীয় ক্ষতি হইতেছে। অথচ নিদারুণ গ্রীষ্মে জলাভাবে জনসাধারণের দুর্গতির সীমা নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ক্রীত ভূগর্ভস্থ লৌহ পাইপ স্থান বিশেষে ফাটিয়া জল সরবরাহে বাধা সৃষ্টি হইতেছে। সুষ্ঠু ব্যবস্থা অবলম্বনের জন্য বেহালা পৌরসভার ঊধ্বর্তন কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের নিকট অনুরোধ জানাইতেছি। শ্রীস্বপনকুমার সান্যাল, বেহালা। কলিকাতা -৩৪।
— আনন্দবাজার পত্রিকা, ১৬ এপ্রিল ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|