ফের মেঘালয়ের দুই নদীতে মরা মাছের ঢল। প্রশাসনের সন্দেহ, নদীর জল বিষিয়ে গিয়েই এই কাণ্ড। এর ফলে মারা যাচ্ছে হাজার হাজার মাছ। কিনশি ও রিলাং নদীতে বিপুল পরিমাণে মরা মাছ ভেসে ওঠা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার থেকেই পশ্চিম খাসি পার্বত্য জেলার রানিকর এলাকার বাসিন্দারা কিনশি নদীতে মাছ ভেসে উঠতে দেখেন।
গত কাল এলাকাবাসীদের নজরে আসে, কিনশি ও রিলাং দু’টি নদীর জলেই রাশি রাশি মরা মাছ ভাসছে। মাছের পরিমাণ এতই বেশি যে, মাছ নিয়ে যেতে ট্রাক ভাড়া করেন গ্রামবাসীরা।
এর আগে লুখা নদীতে মরা মাছ ভেসে ওঠার ঘটনায় যে বিষক্রিয়া সন্দেহ করা হয়েছিল, এ ক্ষেত্রেও তেমনটাই আঁচ করে প্রশাসনের তরফে গ্রামবাসীদের মরা মাছ খেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, রানিকর এলাকায় অবৈধ ইউরেনিয়াম খননের ফলেই এই বিষক্রিয়া ঘটেছে।
মেঘালয়ের উপ- মুখ্যমন্ত্রী বিন্দো এম লানোং জানান, মাছ মরা কাণ্ড নিয়ে রাজ্য সরকার তদন্ত চালাবে। খনিমন্ত্রী লানোং বলেন, “খনি ও ভূতত্ত্ব বিভাগের আধিকারিকদের বলেছি ঘটনাস্থলে গিয়ে সব খতিয়ে দেখতে। প্রয়োজন হলে রাজ্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষজ্ঞরা বিষক্রিয়ার কারণ অনুসন্ধান করবেন।” |
সর্পদষ্ট হয়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সর্পদষ্ট হয়ে মৃত্য হল এক ব্যক্তির। হিঙ্গলগঞ্জের সান্ডেলেরবিল পঞ্চায়েতের বাঁকড়া গ্রামে বিমল ঘোষকে (৪৫) শনিবার বিকেলে সাপে দংশন করে। বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। |