নতুন ব্যবস্থার কারণে অনেকেই এখনও পর্যন্ত হজের পাসপোর্টের জন্য আবেদন করে উঠতে পারেননি। তাঁদের জন্য বিশেষ পাসপোর্টের বন্দোবস্ত করা হয়েছে। ১৬ এপ্রিলের মধ্যে আবেদন করলে দু’দিনের মধ্যে তাঁরা পাসপোর্ট পেয়ে যাবেন বলে রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম শুক্রবার জানান। ওই পাসপোর্টের মেয়াদ হবে এক বছর এবং চলতি বছরে হজে যাওয়া ছাড়া অন্য কাজে ওই পাসপোর্ট ব্যবহার করা যাবে না।
হজ কমিটির চেয়ারম্যান বলেন, “পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করা এবং ১০ বছর মেয়াদের পাসপোর্টের ব্যবস্থা করায় অনেকের পক্ষেই যথাসময়ে আবেদন করা সম্ভব হয়নি।” তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বিদেশ মন্ত্রক এক বছরের জন্য বিশেষ পাসপোর্টের অনুমতি দিয়েছে এবং পুলিশি তদন্ত ছাড়াই ওই পাসপোর্ট দেওয়া হবে বলে চেয়ারম্যান জানান।
এ বছরে রাজ্যে হজযাত্রীর কোটা বাড়িয়ে করা হয়েছে ১৫ হাজার। গত বছর রাজ্য থেকে ন’হাজারের কিছু বেশি পুণ্যার্থী হজে গিয়েছিলেন। জেলায় জেলায় অনেক হজযাত্রী পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কিন্তু পাসপোর্ট অফিসে তাঁদের ফাইল নম্বর না-পাওয়ায় পাসপোর্ট মিলছে না। হজ কমিটির চেয়ারম্যান আজ জানিয়েছেন, দ্রুত পাসপোর্ট পেতে হলে পাসপোর্ট অফিস থেকে ফর্ম নিয়ে ১৬ এপ্রিলের মধ্যে হজ হাউসে অথবা মহাকরণে হজ দফতরে জমা দিতে হবে।
এ রাজ্য থেকে হজ করতে গিয়ে কেউ কেউ ভিক্ষা করেন বলে অভিযোগ। হজে ভিক্ষা করা নিষিদ্ধ। কেউ যাতে এই ধরনের কাজ করতে না-পারেন, তারও ব্যবস্থা হচ্ছে। নুরুল ইসলাম জানান, যে-সব প্রতিবন্ধী হজযাত্রী আবেদন করবেন, তাঁদের আবেদনপত্রের সঙ্গে স্থানীয় সাংসদ বা বিধায়কের শংসাপত্র দিতে হবে। |