বোমা বন্দুক নিয়ে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ক্যানিংয়ের জীবনতলায় পারগাতি বাজারে হামলা চালায় একদল দুষ্কৃতী। তৃণমূলের কার্যালয়েও ভাঙচুর চালায় তারা। তৃণমূলের তিনজন কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করেও বোমা, গুলি ছোড়ে দুষ্কৃতীরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বাড়ুই বলেন, “বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বক্কর শেখ, ইসমাইল মোল্লা ও এন্তাজ লস্কর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃহস্পতিরবার রাতে যারা হামলা চালিয়েছে, তারাই গত ৬ ফেব্রুয়ারি পারগাতিতে পুলিশের রাইফেল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। ঘটনার তদন্ত হচ্ছে। তৃণমূলের ক্যানিং-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সওকত মোল্লার অভিযোগ, “হামলাকারীরা পারগাতির অঞ্চল সভাপতি শাহজাহান লস্করকে খুন করতে এসেছিল। তাঁকে না পেয়ে আমাদের তিন কর্মীকে মারধর করে। কার্যালয়েও ভাঙচুর চালায়।”
|
স্কুলে মিড ডে মিল চালুর দাবিতে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। স্থানীয় পঞ্চায়েত দফতরেও বিক্ষোভ দেখায় তারা। পরে উপ প্রধানের প্রতিশ্রুতি পাওয়ার পরে বিক্ষোভকারীরা শান্ত হয়। শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের ট্যাংরা আদর্শ শিক্ষানিকেতন স্কুলে ওই ঘটনা ঘটে। পঞ্চায়েত ও স্কুল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য মিড-ডে মিল চালু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে পঞ্চায়েতের তরফে স্কুলকতৃর্পক্ষকে জানানো হয়, শুক্রবার মিড ডে মিলের রান্না করা সম্ভব হচ্ছে না। এ দিন সকালে স্কুলে এসে পড়ুয়ারা দেখে মিড ডে মিলের রান্না হয়নি। এর পরে তারা প্রধান শিক্ষককে ঘেরাও করে। প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র খাঁ বলেন, “পড়ুয়াদের অনেক বোঝালেও কাজ হয়নি। উল্টে পঞ্চায়েত দফতর ঘেরাও করার সিদ্ধান্ত নেয়।” তিনি আরও জানান, পড়ুয়ারা পঞ্চায়েত দফতরে বিক্ষোভ দেখাতে গেলে স্কুলের শিক্ষকেরাও সঙ্গে যান। আগামী মঙ্গলবার থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড ডে মিল চালু করা হবে বলে পঞ্চায়েতের উপ প্রধান নির্মল তালুকদার প্রতিশ্রুতি দিয়েছেন।
|
দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শুক্রবার বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়। সকালে প্রবল ঝড়বৃষ্টির মধ্যে মাঠে কাজের সময় বাজ পড়ে মারা যান পাথরপ্রতিমার হেরম্বগোপালপুরের ফাল্গুনী গিরি (২৭) এবং কুলপির বসুরমহল গ্রামের আনন্দ ভাঙ্গি (৫৫)। ধোলাহাট থানার দিগম্বরপুরে ঘরে বাজ পড়ে মৃত্যু হয় শঙ্কর বেরা (৪৩) ও মৌসুমী পালের (৭)। বাড়ির সামনে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান ওই থানারই তারানগর গ্রামের ভোলা সামন্ত (৩৫) ও কাকদ্বীপের দাসেরচকের বাসিন্দা মিলন দাস (৭০)।
|
অস্ত্র-সহ তিন দুষ্কৃতী গ্রেফতার হল। শুক্রবার, খড়দহ থেকে। ধৃতদের নাম সুরজ মল্লিক, আকাশ বাঁশফোড় ও প্রদীপ সোনার। পুলিশ জানায়, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন থানায় ওই দুষ্কৃতীরা ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত ছিল। ব্যারাকপুরের এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘ধৃতদের থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি মিলেছে।’’ |