একশো দিনের কাজে মৎস্য দফতরও |
মুর্শিদাবাদ জেলায় একশো দিনের কাজ দেবে মৎস্য দফতরও। রাজ্যের অন্যান্য জেলায় ইতিমধ্যেই পঞ্চায়েত ছাড়াও অন্য বেশ কয়েকটি দফতরের মাধ্যমে কেন্দ্রীয় ওই প্রকল্পের কাজ বরাদ্দ হয়েছে। সেই পথে পা বাড়াল মুর্শিদাবাদও। আজ, শনিবার মৎস্য দফতরের মাধ্যমে একশো দিনের কাজ দেওয়া শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার দুই মন্ত্রী আবু হেনা ও সুব্রত সাহা। প্রথম দিন কান্দির আন্দুলিয়া পঞ্চায়েত এলাকার মজে যাওয়া চাঁদনগর খাল সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্প ব্যায় ৮ লক্ষ টাকা। ওই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার ৪২৭টি মৎস্যজীবী পরিবার উপকৃত হবেন। অস্ত্র-সহ ধৃত। অস্ত্র-সহ এক সমাজবিরোধীকে গ্রেফতার করেছে পুলিশ। নাম আনসার শেখ। শুক্রবার ইসলামপুরের গোপীনাথপুর থেকে পুলিশ তাকে ধরে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ধৃতের কাছ থেকে একটি বন্দুকও আটক করা হয়।”
|
ট্রেন থেকে নামার সময়ে ব্যাগের কথাটা একেবারেই ভুলে গিয়েছিলেন বেলডাঙার অভিমন্যু মণ্ডল। পেশায় রাজমিস্ত্রি অভিমন্যুবাবু বুধবার কলকাতা থেকে কাজ সেরে বেলডাঙার বাড়িতে ফিরছিলেন। সঙ্গের ব্যাগে ছিল হাজার দশেক টাকা, কিছু জরুরি কাগজ-পত্রও। ভাগীরথী এক্সপ্রেস থেকে নামার পরেই খেয়াল হয়, কামরাতেই পড়ে রয়েছে ব্যাগ। তড়িঘড়ি খোঁজ করতে শুরু করেন। তবে হদিস মেলেনি। আশ্বস্ত হলেন জিয়াগঞ্জের নিতাই দত্তের টেলিফোন পেয়ে। ট্রেনের কামরায় কুড়িয়ে পাওয়া ব্যাগ বৃহস্পতিবার অভিমন্যুবাবুর কাছে পৌঁছে দেন ব্যবসায়ী নিতাইবাবু।
|
নবগ্রামের সুকি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া নয়ানজুলির সাঁকোর দেওয়াল চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের ওই ঘটনায় আরও দু’ জন জখম হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎকসার পর নবগ্রাম ব্লক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতদের নাম মহাদেব ঘোষ (৩৫) ও বুড়ো প্রধান (২৭)।
|
চড়কের মেলায় একটি তেলেভাজার দোকানের গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় মারা যান সুবল দত্ত (৩৫) নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের বাজার পাড়ায়। শুক্রবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের প্রতাপপুরে ওই দুর্ঘটনা ঘটে। এ দিন সন্ধ্যায় মেলায় পাশের দোকানে ছিলেন সুবলবাবু।
|
শিয়ালদহ-লালগোলা আপ ভাগীরথী এক্সপ্রেসে নিত্যযাত্রীদের দু’টি পক্ষের মধ্যে গোলমাল হল শুক্রবার রাতে। এ দিন কৃষ্ণনগর স্টেশনে এ ব্যাপারে একটি মারধরের অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনার জেরে কৃষ্ণনগর স্টেশনে মিনিট দশেক অবরোধও করা হয়। তার পরে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। রেল পুলিশ জানায়, তদন্ত হচ্ছে।
|
সরকারের নির্দেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ জনকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শুক্রবার মুক্তি দেওয়া হয়। ৭৯ বছরের সহদেব ঝা ২৪ বছর ধরে সাজা খাটছিলেন। বাকি ৭ জনের জেলই ঠিকানা ছিল গত ২২ বছর ধরে।
|
দু’টি মোটর বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রানিনগরের চর শিবনগর গ্রামের দুর্ঘটনা। মৃতের নাম রিন্টু শেখ (২৮)। বাড়ি জলঙ্গির বালিবোনা গ্রামে। এ দিন সকালে বাড়ি থেকে মোটরবাইকে চেপে শিবনগরে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। |