টুকরো খবর
দমদম রোডের ইন্দিরা ময়দানে আজ, শনিবার শেষ হচ্ছে ‘দমদম বইমেলা’। নানা ধারার বই নিয়ে ৪৩টি স্টলের সঙ্গে আছে দক্ষিণ দমদম পুরসভার স্টলও। প্রতি দিনের মতো আজও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে নাচ, গান, নাটক। মেলার আয়োজক ‘ইন্দিরা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।


‘রবির ঘর’-এর আয়োজনে গান ও আবৃত্তির অনুষ্ঠান ‘ফুলের আগুন লাগল’।
পরিচালনায় ছিলেন নবনীতা রায়চৌধুরী এবং শান্তনু রায়চৌধুরী।
আনন্দমার্গের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকারের (আনন্দমূর্তির) ‘প্রাউট দর্শন’ বিষয়ে মৌলালি যুবকেন্দ্রে এক আলোচনাচক্রের আয়োজন করেছিল ‘প্রাউটিস্ট ইউনিভার্সাল’। ছিলেন আনন্দমার্গ গুরুকুলের মহাসচিব মন্ত্রেশ্বরানন্দ অবধূত, আনন্দমার্গের কেন্দ্রীয় প্রকাশন সচিব সুগতানন্দ অবধূত, রবীশানন্দ অবধূত, প্রণবকুমার চট্টোপাধ্যায়, ভাস্কর পুরকায়স্থ, দিলীপকুমার হালদার প্রমুখ।


প্রকাশিত হল পূর্বায়ণ চট্টোপাধ্যায়ের ব্যান্ড ‘স্ট্রিংস্ট্রাক’-এর নতুন অ্যালবাম ‘সিতারস্কেপ’।
ছিলেন রিচা শর্মা ও অনুব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি শহরের একটি ক্লাবে।

সাঁতরাগাছির পল্লবপুকুরে অনুষ্ঠিত হল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও যোগব্যায়াম প্রতিযোগিতা। দু’শোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বামী গোপীষানন্দ। আয়োজনে ‘ভারতমাতা ক্লাব’।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.