নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পয়লা বৈশাখের ঐতিহ্য মেনে যখন শনিবার সকালে ময়দান জুড়ে যখন চলবে বারপুজো, তার কয়েক ঘণ্টা পরেই মারগাওতে সুব্রত ভট্টাচার্যের দল মুখোমুখি হবে সালাগাওকরের। আই লিগ ইতিমধ্যেই চলে গিয়েছে ডেম্পোর মুঠোয়। ফলে আজ ওডাফা ওকোলি বা লুসিয়ানোরা নামবেন লিগ টেবিলে তাঁদের অবস্থানকে আরও ভাল জায়গায় নিয়ে যাওয়ার তাগিদে। সরকারিভাবে লিগ টেবিলের ‘তাগিদ’-এর কথা বলা হলেও আজকের লড়াইয়ের মধ্যে লুকিয়ে আছে অন্য অনেকগুলো লড়াই। সুব্রত বনাম করিম, করিম বনাম ওডাফাঅনেক পুরনো রাগ পুষে রাখার লড়াই সেখানে।
করিম বেঞ্চারিফা গোয়ায় সাংবাদিকদের যে ইঙ্গিত দিয়েছেন তাতে চিডি-সুয়েকা-তোম্বা সিংহরা চোটের জন্য না-ও খেলতে পারেন। কার্ডের জন্য গিলবার্ট নেই। সুব্রত ভট্টাচার্য অবশ্য তা শুনে হেসেছেন। শুক্রবার বিকেলে অনুশীলন করিয়ে ফেরার পর ফোনে মোহনবাগান টিডি হাসতে হাসতে বললেন, “কই, আমি তো শুনছি সবাই খেলবে। ও সব শুনে কিছু লাভ নেই। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। সেটা পেলেই হল।” করিমও সাংবাদিকদের বলেছেন, “আমাদের যারা খেলবে তারাই ভাল খেলবে। আমি চিন্তিত নই। তবে লুসিয়ানো টিমে ফিরছে। আমি বহু দূরের কোনও প্রত্যাশা নিয়ে মাথা ঘামাই না, কাল তিন পয়েন্ট পেলেই আমি খুশি হব।” সুব্রত ঠিক করেছেন, কার্ড দেখে বাইরে চলে যাওয়া আনোয়ারের জায়গায় স্টপারে শুভাশিসকে খেলাবেন। সামনে ডিফেন্সিভ স্ক্রিনে রাকেশ মাসি। তিন বিদেশি ওডাফা-ব্যারেটো-লিমাকে শুরু থেকেই খেলাবেন ঠিক করে ফেলেছেন সুব্রত। বলেও দিলেন, “কলকাতায় ছয় জন ফুটবলারকে পাইনি। ম্যাচটা ড্র হয়েছিল। কাল তো সবাইকে পাব। দেখি কী হয়।”
মোহনবাগানে বারপুজোর দিন পরের মরসুমের অধিনায়ক ওডাফা-সহ বেশিরভাগ ফুটবলারই থাকছেন না। ইস্টবেঙ্গলের পুরো টিমই অবশ্য থাকবে। সামনের বারের অধিনায়ক মেহতাব হোসেন, টোলগে, ওপারা-পেনরা অনুশীলনে নামবেন। আই লিগে তাদের পরের খেলা সোমবার। ভিভা কেরলের বিরুদ্ধে। শুক্রবার সকালে ইরাক থেকে শহরে ফিরেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সারা রাত জেগে। দুবাই থেকে কলকাতা ফেরার পথে অ্যালভিটো ডি’কুনহা, নির্মল ছেত্রী কোনওমতে বিমান ধরেন। দুই প্রধানের সঙ্গে বারপুজো হবে প্রয়াগ ইউনাইটেড, এরিয়ান, ভবানীপুর, কালীঘাট-সহ ময়দানের বহু ক্লাবে। |