নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগানের দিকে পা বাড়িয়ে থাকা টোলগে ওজবেকে রেখে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাল ইস্টবেঙ্গল। অস্ট্রেলীয় স্ট্রাইকারের টাকা আরও বাড়াতে রাজি হয়ে গেল তারা। টোলগে অবশ্য লাল-হলুদ জার্সিতেই থেকে যাবেন এ রকম আশ্বাস এখনও দেননি। ইউ বি-র প্রতিনিধিকে জানিয়ে দিয়েছেন, ফুটবল সচিবের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজ নববর্ষের দিন বিকেলে তাঁকে আলোচনায় বসার জন্য অনুরোধ করবেন বলে জানিয়ে দিয়েছেন ফুটবল সচিব সন্তোষ ভট্টাচাযর্। ইরাক থেকে শুক্রবার সকালে শহরে ফিরে সন্তোষবাবু বললেন, “টোলগে আমার সঙ্গে বসে যে টাকা চাইছিল তা দেব বলে ওকে জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে ওকে আলোচনায় বসতে বলব। সই করতে বলব। দেখি কী করে।”
টোলগেকে নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং প্রয়াগের মধ্যে লড়াই চলছে গত কয়েকদিন ধরেই। টোলগে স্বীকার না করলেও বিশ্বস্ত সূত্রের খবর, মোহনবাগানের সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেলেছেন টোলগে। সবুজ-মেরুন তার জন্য ধার্য করেছেন প্রায় দেড় কোটি টাকা। ইস্টবেঙ্গল শুরুতে এক কোটি কুড়ি লাখের বেশি দিতে রাজি ছিল না।
টোলগের সইয়ের ব্যাপারটি ইউ বি-র সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। ইউ বি-র প্রতিনিধি অমিত সেন আলোচনায় বসেন টোলগের সঙ্গে। অমিতবাবু বললেন, “টোলগে যা চাইছে তা দেওয়া সম্ভব নয়। আমরা বলেছি, কিছু বাড়িয়ে দেব।” টোলগে সই করতে রাজি হননি। ফুটবল সচিবের সঙ্গে কথা বলতে চান জানিয়ে নাটক অব্যহত রাখেন। আর এতেই সামান্য হলেও সন্দেহ দেখা দিয়েছে লাল-হলুদ কর্তাদের মনে। সে জন্যই দ্রুত নিজের দলের স্ট্রাইকারের সঙ্গে বসতে চাইছেন সন্তোষবাবু। দেখার টোলগে আজ আলোচনায় বসেন কি না।
টোলগের সঙ্গে ইউ বি-র প্রতিনিধিদের আলোচনার খবর চলে এসেছে মোহনবাগান কর্তাদের সঙ্গে। তাতে অবশ্য মোটেই বিচলিত মনে হচ্ছে না। মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, “এ ব্যপারে কোনও মন্তব্য করতে চাই না। যা বলার মরসুম শেষেই বলব।” টোলগেকে না পাওয়া গেলে ইরাকের আরবিল এস সি-র এক জন স্ট্রাইকারকে আনতে পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ফুটবল সচিব বললেন, “ওদের দু’জন ফুটবলারকে পছন্দ হয়েছে। কথা বলেছি। দেখি কী হয়।” |