অধ্যাপক বিতর্ক
শরিককে তুষ্ট রাখতে সতর্ক দিল্লির কংগ্রেস নেতারা
ক’দিন বাদেই সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। তার পরেই রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। তার আগে ই-মেল পাঠানোর ঘটনায় এক অধ্যাপককে গ্রেফতারের ঘটনায় কোনও মন্তব্য আজ করতে চাইল না কংগ্রেস হাইকম্যান্ড। রাজ্য নেতৃত্ব ঘটনাটির সমালোচনা করলেও কৌশলগত কারণেই বিষয়টি এড়িয়ে গেলেন কেন্দ্রীয় নেতারা। একই ভাবে তা এড়িয়ে যেতে চাইল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জোট শরিক বিজেপি-ও।
দিনভর টিভি চ্যানেলে ঘটনাটি বিশদে সম্প্রচারিত হলেও, এ ব্যাপারে প্রশ্নের উত্তরে কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি আজ বলেন, “বিষয়টি পুরোপুরি না জেনে প্রতিক্রিয়া জানানো ঠিক হবে না।” আর বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হোসেনের বক্তব্য, “ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতার পক্ষে বিজেপি। কিন্তু আসল ঘটনা কী ঘটেছে তা না জেনে মন্তব্য করা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন ভালো শিল্পী, শিল্পের কদর করতে জানেন। আমরা নিশ্চিত, ঘটনা সত্যি হলে সব দিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।”
তবে শুধু কেন্দ্রে শরিকদের আপাতত তোয়াজের রাখার দায়ই নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের নীরব থাকার অন্য কারণও রয়েছে। মাত্র চার মাস আগে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল ফেসবুক, গুগল, ইয়াহুর মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং ওয়েবসাইট কর্তাদের নির্দেশ দেন, এই সব সাইটে ‘আপত্তিকর’, ‘প্ররোচনামূলক’ বা ‘অবমাননাকর’ বক্তব্য প্রকাশ করা বন্ধ করতে হবে। মূলত সনিয়া গাঁধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ছবি তথা ব্যঙ্গচিত্র প্রকাশ এবং তাঁদের সম্পর্কে ‘আপত্তিজনক’ মন্তব্য এ সব সাইটে থাকায় কপিল এই ব্যবস্থা নিতে চেয়েছিলেন। কংগ্রেসের এক নেতার কথায়, এই অবস্থায় ২৪ নম্বর আকবর রোড থেকে মমতা সরকারের আজকের পদক্ষেপ নিয়ে সমালোচনা করা হলে তা দ্বিচারিতা বলেই বিবেচিত হত। দলের ওই শীর্ষ সারির নেতা এও জানান, ওয়েবসাইটে ব্যঙ্গচিত্র ‘আপলোড’ করার জন্য কংগ্রেস সরকার কাউকে গ্রেফতার করেনি ঠিকই। কিন্তু সনিয়া গাঁধী সম্পর্কে ‘অশালীন’ মন্তব্য লেখার জন্য একটি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করেছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।
ঘরোয়া আলোচনায় কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা আজ বলেন, মমতা বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে প্রশাসক হয়ে উঠতে তাঁর কিছুটা সময় লাগবে। উপরন্তু প্রশাসনের সব স্তরে এখনও সিপিএম-এর প্রচুর ক্যাডার রয়েছেন। যাঁরা সরকারের কাজে সহযোগিতা করছেন না। তাতে অসুবিধায় পড়ে মমতার কিছুটা হতাশাও তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রে কংগ্রেসের যা শক্তি, তাতে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের প্রার্থী জেতাতে হলে এখন সব শরিকদেরই তোয়াজ করে চলতে হবে। সেই কারণেই খামোখা কোনও শরিকের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করছেন না কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব।
যদিও রাজ্যস্তরে ঘটনাটির সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “ব্যঙ্গচিত্রীর ব্যঙ্গচিত্র তৈরির স্বাধীনতা রয়েছে। যে অধ্যাপক কোলাজটি পাঠিয়েছেন, তিনি কাউকে অসম্মান করতে চাননি বলেই মনে হয়েছে। নেহাতই কৌতুকবশত তিনি তা করেছেন! সরকার ওঁকে গ্রেফতার করে অন্যায় করেছে। এ ঘটনা সমর্থন করতে পারছি না।”
মমতা সরকারের সমালোচনা থেকে বিরত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। তাঁদের মতে, কেন্দ্রে এখন দুর্বল কংগ্রেস। মমতার মতো শরিকদের সঙ্গেও কংগ্রেসের সম্পর্কে চিড় ধরছে। লোকসভা ভোটের আগে এনডিএ প্রসারের কাজে নেমে পড়া বিজেপি তাই পুরনো শরিককে চটাতে চাইছেন না। সম্প্রতি মমতার মায়ের মৃত্যুর পর শাহনওয়াজ হোসেন ও রাজীবপ্রতাপ রুডি মমতার সঙ্গে দেখা করেন। সমবেদনা জানাতে গিয়েছিলেন রাজনাথ সিংহ-সহ দলের আরও নেতা। আবার রাজ্যসভা ভোটে মমতা যখন বিমল গুরুঙ্গদের পাশে পেতে চাইছিলেন, সেই সময় লালকৃষ্ণ আডবাণীর পরামর্শে যশোবন্ত সিংহ গুরুঙ্গদের বার্তা দেন, তাঁরা যেন এমন কোনও পদক্ষেপ না করেন, যাতে কংগ্রেসের সুবিধা হয়। এই পরিপ্রেক্ষিতেই অধ্যাপক গ্রেফতারের ঘটনা নিয়ে সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হতে চাইল না বিজেপি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.