অশ্লীল এবং হুমকি দেওয়া এসএমএস পাচ্ছেন সাংসদ-অভিনেতা তাপস পাল। তিনি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ জানায়, বুধবার লালবাজারের এসে বিষয়টি জানান তাপসবাবু। পুলিশি সূত্রের খবর, তাঁকে একাধিক নম্বর থেকে অশ্লীল এসএমএস করে হুমকি দেওয়া হচ্ছে। ওই সব নম্বর কার বা কাদের এবং কোথা থেকে এসএমএস করা হচ্ছে, গোয়েন্দা অফিসারেরা সবই পরীক্ষা করে দেখছেন।
|
হোর্ডিংয়ের জায়গার ভাড়া বাবদ কয়েকটি বিজ্ঞাপন সংস্থার কাছে প্রায় ৫৫ কোটি টাকা বকেয়া কলকাতা পুরসভার। শুক্রবার পুরসভার বিজ্ঞাপন বিভাগের মুখ্য আধিকারিক সৌমেন মল্লিক বলেন, “শহরের প্রায় ২৮৯১টি সংস্থার কাছে ওই টাকা বাকি। বারবার জানিয়েও তা মিলছে না।” পুরসভা সূত্রে খবর, টাকা আদায় না হওয়ায় এ দিন থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলির হোর্ডিংয়ের উপরে নোটিস লাগানো হয়েছে। তাতে লেখা আছে, ওই সব সংস্থা বকেয়া পুরকর দেয়নি। পুরসভা সূত্রে খবর, বেশ কিছু বড় সংস্থা ওই তালিকায় আছে।
|
কলকাতা পুরসভার তিন নম্বর বরোর চেয়ারম্যান পদে জয়ী হল সিপিএম। শুক্রবার ওই নির্বাচন হয়। সিপিএমের রাজীব বিশ্বাস ৫-৪ ভোটে জয়ী হন। গত বছর ওই পদে জিতেছিলেন তৃণমূলের কাউন্সিলর স্বপন সমাদ্দার। সে বার সিপিএমের এক কাউন্সিলর সময় মতো হাজির না হওয়ায় টাই হয়। টসে জেতেন স্বপনবাবু। এ দিন মেয়র পারিষদ দেবাশিস কুমারের সভাপতিত্বে ভোট শুরু হয়। তৃণমূল প্রার্থী স্বপনবাবুকে হারিয়ে আগামী এক বছরের জন্য চেয়ারম্যান হলেন রাজীববাবু। |