আর্থিক সম্পর্ক পোক্ত করতে আরও এক ধাপ এগোলো ভারত ও পাকিস্তান। প্রতিবেশী রাষ্ট্রটির শিল্প সংস্থাগুলির সামনে নিজেদের বাজার খুলে দিতে এ বার পাকিস্তান থেকে আসা প্রত্যক্ষ লগ্নিতেও সায় দেওয়া হবে বলে জানিয়ে দিল ভারত। পাশাপাশি আজ পাক নাগরিকদের জন্য ভিসার কড়াকড়ি শিথিল করার কথাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।
শুক্রবার ওয়াঘা সীমান্তে একটি ‘ইন্টিগ্রেটেড চেকপোস্টে’র উদ্বোধন করেন চিদম্বরম। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সহজ করতে ভিসা ব্যবস্থা শিথিল করা হবে। ব্যবসায়ীদের যাতে বছরে অনেক বার যাতায়াত করতে অসুবিধে না হয় সে জন্য ব্যবস্থা নেবে দু’দেশের সরকার। অনুষ্ঠানে হাজির ছিলেন পাক বাণিজ্য মন্ত্রী মাখদুম আমিন ফাহিম। চিদম্বরমের প্রস্তাবকে স্বাগত জানান তিনি।
এ দিন নয়াদিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মার সঙ্গেও বৈঠক করেন ফাহিম। তার পরেই শর্মা জানান, পাকিস্তান থেকে আসা বিদেশি লগ্নিতে সায় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, ভারত ও পাকিস্তানের বিভিন্ন ব্যাঙ্ক যাতে উভয় দেশেই শাখা খুলতে পারে, তা নিয়েও কথাবার্তা চলছে বলে জানান তিনি। |