টুকরো খবর |
চৈত্র সংক্রান্তির মেলা জেলায় |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর ও দুবরাজপুর |
কঙ্কালীতলা
|
দুবরাজপুর
|
|
শুক্রবার ছবি দু’টি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী ও দয়াল সেনগুপ্ত। |
বোলপুর থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের উদ্যোগে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে চৈত্র সংক্রান্তির মেলা। ফি বছরের মত এ বারও চারদিন ধরে এই মেলা চলবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সরকারি ভাবে চার দিনের মেলা হলেও মঙ্গলবার এই মেলা শেষ হবে। অন্য দিকে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে দুবরাজপুরের শতাব্দী প্রাচীন খগেশ্বর শিব মন্দিরকে ঘিরে বসে দু’দিনের মেলা। সংক্রান্তির আগের দিন সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে হোম, পুজো। পরদিন চড়কপুজো হয়। দু’দিনই মেলায় ভিড় জমান এলাকার বহু মানুষ।
|
যুবকের মৃতদেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
লাভপুরের মাকুড়া গ্রামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। খুন করা হয়েছে বলে নিমাই মণ্ডল (৪০) ওই যুবকের পরিবারের লোকজ দাবি করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে গাজন দেখতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। শুক্রবার সকালে গ্রাম লাগোয়া কাঁদরের ধারে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের পরিবারের দাবি, ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই যুবক নিয়মিত মদ খেতেন। নেশার খরচ যোগাড় করার জন্য মাঠের ফসল চুরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও তাঁর ভাই গৌরচন্দ্র মণ্ডলের দাবি, “বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে দাদা মদ খেতেন ঠিকই। কিন্তু ফসল চুরির অভিযোগ ঠিক নয়। দাদার কারও সঙ্গে শত্রুতাও ছিল না। দাদাকে কারা এ ভাবে খুন করল বুঝতে পারছি না।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বোঝা যাবে।”
|
পঞ্চায়েতের বিরুদ্ধে নালিশ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ওয়ার্ক অর্ডার ও কাজের সিডিউল ছাড়া একটি নিকাশি নালার উপরে স্ল্যাপ বসানোর অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি রামপুরহাট থানার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার। শুধু তাই নয় গ্রামবাসীদের একাংশ বৃহস্পতিবার কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, ওয়ার্ক অর্ডার ও কাজের সিডিউল দেখাতে হবে। এ ব্যাপারে বাসিন্দারা বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। রামপুরহাট ১ ব্লকের বিডিও শান্তিরাম গড়াই বলেন, “ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখব।” এ দিকে, নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সিপিএমের জয়দেব চৌধুরী বলেন, “বাসিন্দাদের চাহিদার কথা মাথায় রেখে নিকাশি নালার উপরে স্ল্যাপ বসানো হয়েছে। তবে কোনও ওয়ার্ক অর্ডার করা হয়নি।”
|
সমাধানের আশ্বাস |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
আগামী ছ’মাসের মধ্যে তালিকায় থাকা অস্থায়ী দোকানদারদের জন্য স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন তৃণমূল পরিচালিত বোলপুরের পুরপ্রধান সুশান্ত ভকত। তিনি শুক্রবার বলেন, “জামবুনি বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দোকানদারদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সোমবারের মধ্যে ৪৪ জনের নামের তালিকা দিতে বলা হয়েছে। বাকিদের জন্য আমরা ছ’মাস সময় নিয়েছি। নিয়ম মেনে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে।” অস্থায়ী দোকানদার কামু শেখ, মুজিবর শেখ, শ্রীকৃষ্ণ রায়রা বলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ৪৪ জনের নামের তালিকা সোমবারের মধ্যে পুরপ্রধানকে দেব। তিনি ৬ মাসের মধ্যে বাকিদের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
|
গ্রেফতার চালক |
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
অবৈধ কয়লা বোঝাই ৫টি ট্রাক্টর আটক করল দুবরাজপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর থানা এলাকার গাঁড়ামাঝি পাড়া থেকে ওই কয়লা আটকের পাশাপাশি এক ট্রাক্টর চালককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বর্ধমান ও ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা এনে প্রথমে এলাকার একটি ডিপোতে ঝড়ো করা হয়েছিল। তারপরে ওখান থেকে পাচার হওয়ার পথে ধরা পড়ে যায়।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম আদরিনী মণ্ডল (৪৮)। বাড়ি ময়ূরেশ্বর থানার ভেলিয়ান গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই মহিলা ময়ূরেশ্বর থানার মল্লারপুর-বাহিনা মোড়ে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় সিউড়িমুখী একটি ট্রাক পিষে দিয়ে চলে যায়।
|
প্রতিবাদ মিছিল |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
মানবাধিকার সংগঠন এপিডিআর-এর কর্মীদের উপরে বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলকর্মীদের ‘আক্রমণে’র ঘটনার প্রতিবাদে সংগঠনের শান্তিনিকেতন শাখা শুক্রবার বোলপুরের চৌরাস্তায় একটি প্রতিবাদ মিছিল ও ধিক্কার সভা করলেন। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক শৈলেন মিশ্র।
|
অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক বধূর। মৃতার নাম সূর্তি দেবী (৩৫)। রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে ওই বধূ কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। |
|