নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
এক দিকে যান্ত্রিক গোলোযোগ, অন্য দিকে পাইপ লাইন বসানোয় ত্রুটি। এই দুই ফাঁপড়ে পড়ে পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছেন নলহাটি ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার বিকেল পর্যন্ত ওই ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ ছিল।
এ দিকে, গত বুধবার নলহাটি পুরসভার নতুন জলপ্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবং ঘোষণা করেছিলেন, “বৃহস্পতিবার থেকেই পুরবাসীরা চাহিদামতো জলপ্রকল্পের জল পাবেন।” কিন্তু বাস্তবে তা না হওয়ায় শুক্রবার দুপুরে ১০ নম্বর ওয়ার্ডের মহিলারা পুরসভায় বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে বিক্ষোভে সামিল হন ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলারাও। |
তাঁদের অভিযোগ, জল পাওয়া তো দূরের কথা পাইপ লাইনের যে কাজ হচ্ছে, তদারকি করার লোকের অভাব রয়েছে। শুধু তাই নয়, পাইপ লাইনের কাজ করতে গিয়ে ব্লক হাসপাতদালের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাঁরা অবিলম্বে চাহিদা মতো প্রকল্পের জল পৌঁছে দেওয়া, জনস্বাস্থ্য কারিগরী দফতর থেকে সরবরাহকৃত জল পর্যাপ্ত পরিমাণে দেওয়ার দাবি জানিয়েছেন। পুরপ্রধান বিপ্লব ওঝা বলেন, “১০ নম্বর ওয়ার্ডে জল প্রকল্পের উদ্বোধনের পরে জনস্বাস্থ্য কারিগরী দফতরের পাইপ লাইনের সঙ্গে সংযোগ করতে সময় লাগছে। আশা করি শীঘ্রই সমস্যা দূর হয়ে যাবে। শনিবার থেকে দুপুরে দু’ঘণ্টা বাড়তি জল জনস্বাস্থ্য কারিগরী দফতরের ট্যাপ কল থেকে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরী দফতরের যান্ত্রিক ত্রুটির জন্য সকালের দিকে জল সরবরাহ ব্যাহত ছিল।” বাকি অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “একটু সমস্যা হচ্ছে, তবে মিটে যাবে।” |