|
|
|
|
টুকরো খবর |
উত্তর কোরিয়ার রকেট পরীক্ষা অসফল |
সংবাদসংস্থা • সোল |
আমেরিকা-সহ আন্তর্জাতিক দুনিয়ার চাপ অগ্রাহ্য করে পরীক্ষামূলক ভাবে রকেট উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। কিন্তু, রকেটটি ভেঙে পড়ায় স্পষ্টতই অস্বস্তিতে পড়েছেন সে দেশের কমিউনিস্ট শাসকরা। উত্তর কোরিয়ার রকেট পরীক্ষা ভবিষ্যতে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির প্রথম ধাপ বলে আশঙ্কা পশ্চিমী দুনিয়ার। ওয়াশিংটন হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়েই রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু, কিছু ক্ষণের মধ্যেই রকেটটি ভেঙে সমুদ্রে পড়ে যায়। উত্তর কোরিয়া সরকার জানায়, রকেটটি যে উপগ্রহকে নিয়ে যাচ্ছিল সেটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে পারেনি। পরীক্ষা কেন ব্যর্থ হল তা বিজ্ঞানীরা খতিয়ে দেখছেন। এই প্রথম কোনও ক্ষেপণাস্ত্র বা রকেট পরীক্ষা ব্যর্থ হওয়ার কথা স্বীকার করল উত্তর কোরিয়া। আমেরিকা জানিয়েছে, এই ধরনের কার্যকলাপের ফলে উত্তর কোরিয়া আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। সে দেশে খাদ্য সরবরাহ করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে ওয়াশিংটন। রাষ্ট্রপুঞ্জে বহু বার উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চিন। কিন্তু, এই রকেট পরীক্ষার নিন্দা করেছে তারাও। পরিস্থিতি খতিয়ে দেখতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
|
|
ঘুম ভেঙেছে মাউন্ট এতনার। ইতালির এক গ্রামে। বৃহস্পতিবার। ছবি: এপি
|
|
ইয়াঙ্গনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে
মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আউং সান সু চি। ছবি:এ পি |
|
|
|
|
|