চুরি রুখতে আজ মন্দিরে সিসিটিভি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। নিজস্ব চিত্র। |
অন্য বছরের মতো এ বারও নববর্ষের প্রথম দিন বিপুল ভক্ত সমাগম হতে চলেছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। হালখাতার জন্য মন্দিরে যাবেন শহরের ব্যবসায়ীরাও। জন সমাগমের মধ্যে চুরি, কেপমারি-সহ নানা অপরাধ রুখতে ক্লোজ সার্কিট টেলিভিশন, মেটাল ডিটেক্টর বসানো ও প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানালেন জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। মন্দির চত্বরে সাদা পোশাকের পুলিশও থাকবে বলে জানিয়েছেন তিনি। শনিবার ভোর ৫টা থেকে মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, সর্বমঙ্গলা মন্দিরে প্রতি বছরই প্রচুর কেপমারি হয়। পুজো দিতে আসা মানুষজনের থেকে গয়না হাতানো বা পকেট থেকে টাকার ব্যাগ চুরি আকছার ঘটে। গত বার এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটায় মন্দির ট্রাস্ট কমিটি ও জেলা পুলিশ সিদ্ধান্ত নেয়, মন্দির সিসি টিভি দিয়ে ঘিরে ফেলা হবে। জেলা পুলিশের এক কর্তা বলেন, “শনিবার চুরি বা কেপমারির চেষ্টা হলেই দুষ্কৃতীদের ধরে ফেলা হবে।” |
ভাতার দাবি পুরোহিতদের
নিজস্ব সংবাদদাতা • কালনা |
মাসিক ভাতা চালু-সহ নানা দাবিতে মহকুমাশাসকের অফিসে স্মারকলিপি জমা দিল ভারতীয় পুরোহিত সমাজের কালনা শাখা। শুক্রবার কালনার নৃপপল্লি থেকে প্রায় একশো পুরোহিত মিছিল করে মহকুমাশাসকের অফিসে যান। ভাতার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যে সরকারি সহায়তা, প্রথম শ্রেণি থেকে সংস্কৃত পড়ানো, টোল খোলার ব্যাপারে সরকারি সহায়তার দাবিও জানান তাঁরা। মহকুমাশাসকের দফতর সূত্রে জানানো হয়, দাবিগুলি জেলা প্রশাসনের নজরে আনা হবে। |
অজয়ের বাঁধ থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার মঙ্গলকোটের কুরগ্রামের ঘটনা। পুলিশ জানায়, ওই যুবকের নাম সমীর মাঝি (৩৫)। বাড়ি কুরগ্রামেই। এ দিন বিকেলে গ্রাম সংলগ্ন অজয়ের বাঁধ থেকে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত চলছে। |