আজকের শিরোনাম
অষ্টম শ্রেণি পর্যন্ত ২৫ শতাংশ আসন সংরক্ষণ
আর্থিক দিক থেকে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ শতাংশ আসন সংরক্ষিত রাখতে হবে। আজ এই মর্মে রায় দান করে সুপ্রিম কোর্ট। শিক্ষার অধিকার আইনে এই রায় দান করে সুপ্রিম কোর্ট। এই রায় কার্যকর করতে হবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আসনের ক্ষেত্রে। আজ বেসরকারি স্কুলের আবেদন খারিজ করে এই রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে সংখ্যালঘু ও আবাসিক স্কুলের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য হবে না। এছাড়াও দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর ব্যাবস্থা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষালাভে প্রভূতউপকৃত হবে,আশা বিভিন্ন মহলের।

এপিডিআর-এর মিছিল আটকাল পুলিশ
নোনাডাঙায় উচ্ছেদের প্রতিবাদে এপিডিআর-এর মিছিল আটকাল পুলিশ। আজ বেলা ১২টায় হাজরা মোড় থেকে আলিপুর পর্যন্ত এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুরু হওয়ার আগেই তা আটকে দেয় পুলিশ। যদিও পুলিশের বক্তব্য এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় এখানে মিছিল করা যায় না। এপিডিআর-এর অভিযোগ, এই মিছিলে অংশগ্রহণকারী তাদের কর্মীদের মারধরও করে পুলিশ। তাদের আরও অভিযোগ, বহিরাগতদের দিয়ে হামলা করা হয়। পুলিশ সামনে থাকলেও কোনও ভাবেই সাহায্যের জন্য এগিয়ে আসেনি তারা, জানিয়েছে এপিডিআর। বেশ কয়েকজন এপিডিআর-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেছেন, ‘প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার’।

মুক্ত ইতালীয় পর্যটক
২৯ দিন পরে মুক্তি পেলেন ইতালীয় পর্যটক পাওলো বসুস্কো। গত ১৪ মার্চ ওড়িশায় এই ইতালীয় পর্যটককে অপহরণ করে মাওবাদীরা। আজ মধ্যস্ততাকারী দণ্ডপানি মোহান্তির হাতে তাঁকে প্রত্যর্পণ করে মাওবাদীরা।

আমরি কাণ্ডে তোদির জামিন
আমরি কাণ্ডের জেরে গ্রেফতার শ্রবণ কুমার তোদির জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। এখনও পর্যন্ত ১৩ জনের মধ্যে ১২ জনের জামিন হয়েছে। আজ ডোদির জামিনের ফলে কেবলমাত্র সাজিদ হোসেন ছাড়া গ্রেফতার সকলেরই জামিন হল। তোদির জামিনের ক্ষেত্রে হাইকোর্টের যুক্তি এই মামলায় অন্যতম অভিযুক্ত ডোদির বিরুদ্ধে কোনও অকাট্য যুক্তি পেশ করা হয়নি। এছাড়াও এই মামলা দীর্ঘয়িত হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে তোদির জামিন দিল হাইকোর্ট।

প্রতিবাদ মিছিলে বুদ্ধিজীবীরা
ফের রাস্তায় নামছেন বিশিষ্টজনেরা। তবে এ বার রাজ্য সরকারের বিরুদ্ধে। সাম্প্রতিক কালের সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এই মিছিলে পা মেলাবেন বিশিষ্টজনেরা। বিশেষত নোনাডাঙায় উচ্ছেদের পদ্ধতির বিরদ্ধে যথেষ্ট উদ্বিগ্ন শহরের বিশিষ্টজনেরা। এছাড়াও পার্ক স্ট্রিট কাণ্ড-সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে সরকারের কাজের সমালোচনায় মুখর হয়েছেন এরা। আজ বিকেল ৫.৩০টায় এই মিছিলে থাকবেন কোশিক সেন, কবীর সুমন, সুমন মুখোপাধ্যায়, হিরণ মিত্র-সহ বহু বুদ্ধিজীবী।

কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আগুন
আজ সকাল ১০টা নাগাদ আগুন লাগে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। এই হাসপাতালের অপারেশন থিয়েটারের এসি-তে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় অপারেশন থিয়েটার। ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে রোগীরা হাসপাতলের বাইরে চলে আসেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরা। এসির শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন, প্রাথমিক তদন্তে নেমে অনুমান দমকলের। ঘটনার সময় কোনও অপারেশন না চলায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কাকদ্বীপ হাসপাতাল।

তারকেশ্বরে খুন
তারকেশ্বরের চাউলপট্টিতে খুন। মৃতের নাম ভানুপ্রসাদ পাল। গতকাল গভীর রাতে একটি গুদামে তাঁর দেহ পাওয়া যায়। ভানুপ্রসাদের মাথায় আঘাতের চিহ্ন ছিল, ঘটনার তদন্তে নেমে জানিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.