প্রয়াত হলেন বাঁকুড়ার প্রবীণ তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্র। মঙ্গলবার দুপুর পৌনে ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৯। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর খাদ্যনালীতে ক্যান্সার ও ফুসফুসে সংক্রমণ হয়েছিল। মাসখানেক সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। কাশীনাথবাবু রেখে গেলেন স্ত্রী, এক মেয়ে ও জামাইকে। বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস ও তৃণমূল মিলিয়ে পাঁচ বারের বিধায়ক, সব রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এই নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। বিধানসভায় তাঁর পরিচিতি ছিল, পরিষদীয় রাজনীতির খুঁটিনাটি সম্পর্কে অত্যন্ত দক্ষ এক বিধায়ক হিসাবে। বিধানসভার প্রতিটি অধিবেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁকে দেখা যেত। অন্য কেউ বিরোধী বিধায়ক না থাকলেও কাশীবাবু অবশ্যই প্রশ্নোত্তর পর্বে যোগ দিতেন। এমনকী, কোনও ‘মামুলি’ রাজ্য দফতরের বাজেট পেশের সময়ও কাশীবাবুকে দেখা যেত ‘কাট মোশন’ আনতে। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলের নেতারাও। মঙ্গলবার রাতে তাঁর মরদেহ বাঁকুড়া পৌঁছয়। ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র, কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়, বিধায়ক তাপস রায় প্রমুখ। আজ, বুধবার বাঁকুড়া শহরে মরদেহ নিয়ে শোকমিছিলের পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে তৃণমূল সূত্রের খবর। |