টুকরো খবর |
সুকেরের অ্যাকাডেমির সঙ্গে চুক্তির চেষ্টায় ইস্টবেঙ্গল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্রোয়েশিয়ান সুপারস্টার ডাভর সুকেরের অ্যাকাডেমির সঙ্গে চুক্তি করার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। সেই সুকেরআটানব্বই বিশ্বকাপের সোনার বুট জয়ী তারকা। রিয়াল মাদ্রিদ, আর্সেনালের এই তারকার জন্যই ক্রোয়েশিয়া সেই বিশ্বকাপে তিন নম্বর হয়েছিল। সুকের এখন তাঁর অ্যাকাডেমি চালান ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে। ইস্টবেঙ্গল সেই অ্যাকাডেমির কথা ভাবছে তাদের নতুন ফুটবল স্কুলের শিক্ষার্থীদের ইউরোপে ট্রেনিং দেওয়ার জন্য। সেখানকার কোচদের মাঝেমাঝে এনে কলকাতায় কাজে লাগানো। সুকেরদের পাশাপাশি কথা চলছে স্লোভেনিয়ার জাতীয় দলের অ্যাকাডেমির সঙ্গে। দুটোর মধ্যে একটা সংস্থাকে বাছা হবে। ইস্টবেঙ্গলের ফুটবল স্কুল অব এক্সেলেন্স শুরু হতে চলেছে ২৮ এপ্রিল। বসনিয়ান-অস্ট্রেলিয়ান কোচ আমিল আলিজিক আসছেন কোচিং দিতে। এই প্রথম ময়দানের ফুটবল স্কুলে মনস্তত্ত্ব থেকে শুরু করে খাদ্যাভ্যাস, সব কিছুর উপরে জোর দেওয়া হবে। অলিজিক উয়েফা প্রো লাইসেন্স কোচ। লস অ্যাঞ্জেলিসে নাইকি অ্যাকাডেমির প্রধান কোচ ছিলেন। কাজ করেছেন বুন্দেশলিগার ওয়ের্ডার ব্রেমেন ও ব্রুনেই জাতীয় দলে। সারা দেশে কোথাও প্রো লাইসেন্স কোচ স্কুল ছাত্রদের ট্রেনিং দেন না। ৯ থেকে ১৮ বছর বয়সী স্কুল ছাত্রদের তিনটি বিভাগে কোচিং করানো হবে। ইস্টবেঙ্গলের সঙ্গে এই ব্যাপারে কাজ করছে আর এম স্পোর্টটেনমেন্ট সংস্থা। সংস্থার কর্তা অরিন্দম নাগ বললেন, “সুকেরের অ্যাকাডেমি না স্লোভেনিয়া অ্যাকাডেমি, কাদের সঙ্গে চুক্তি হবে, সেটা জুনের মধ্যে জানা যাবে।” ফুটবল স্কুলের পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও কিছু প্রকল্পে অংশ নিচ্ছেন তারা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানালেন, ফুটবল স্কুলে অংশ নেওয়ার জন্য কলকাতার বাইরের অভিভাবকরাও আগ্রহ দেখাচ্ছেন। ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে।
|
মর্গ্যানের নাটক চলছেই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গল অনুশীলনে সাংবাদিকদের ঢোকা নিয়ে নাটক অব্যাহত। ক্লাবের প্রধান গেটের সামনে ‘নো এন্ট্রি’-র সাইনবোর্ড মঙ্গলবারও ঝুলিয়ে রাখলেন ট্রেভর জেমস মর্গ্যান। যাঁকে নিয়ে বিতর্ক, সেই টোলগে ওজবে অবশ্য এ দিন অনুশীলনেই আসেননি। গেটের তালা অনুশীলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খুলে যায়। পরে লাল-হলুদ কোচ বললেন, “ইপিএলেও মাঝেমাঝে অনুশীলনের সময় কোনও সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় না। এখানে এ রকম কিছু নিয়ম নেই। তবে যা অবস্থা এসেছে, এখন থেকে আমাকেও তাই করতে হবে।” মর্গ্যান ই পি এলের উদাহরণ দিলেও সেখানে আগে জানিয়ে দেওয়া হয়, কোন দিন ‘ক্লোজড ডোর’, কোন দিন পনেরো মিনিট প্র্যাক্টিস দেখা যাবে। ইস্টবেঙ্গলে সেটা অবশ্য করা হয়নি। কর্তারা প্রকাশ্যে কোচকে সমর্থন করলেও তাঁর এই মনোভাবে উদ্বিগ্ন। তাই কোচের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করতে চাইছেন তাঁরা। বৃহস্পতিবার, পরের অনুশীলনেই এই নিষেধাজ্ঞা তোলার চেষ্টায়। এ দিন অনুশীলন শেষে সাংবাদিকদের ক্লাব তাঁবুর ভিতরে কথা বলার জন্য স্বাগত জানালেও, কোনও সাংবাদিকই ভিতরে ঢোকেননি। অগত্যা মর্গ্যানকেই গেটের বাইরে এসে কথা বলতে হয়। তিনি বললেন, “আমি দুঃখিত যে সরকারি ভাবে নিষেধাজ্ঞার ব্যাপারে কোনও মেল করে জানানো হয়নি আপনাদের। দু’একদিনের মধ্যে সেটা পাঠিয়ে দেব।”
|
আই লিগের আরও কাছে মহমেডান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের মূল পর্ব থেকে আর মাত্র দু’ম্যাচ দূরে মহমেডান। মঙ্গলবার আই লিগ দ্বিতীয় ডিভিশনে আইজল এফসি-কে ১-০ গোলে হারিয়ে দুই নম্বরে উঠে এল মহমেডান। ম্যাচের একমাত্র গোলদাতা সুরাবুদ্দিন মল্লিক। ১০ ম্যাচে এখন অলোক মুখোপাধ্যায়ের দলের পয়েন্ট ১৯। ওএনজিসি ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে। তিনে রয়্যাল ওয়াহিংডো (১১ ম্যাচে ১৬), চারে ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেড (৯ ম্যাচে ১৫)।
|
অধিনায়ক ভরতই |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লন্ডন অলিম্পিকে যে স্টেডিয়ামে হকি খেলা হবে সেই স্টেডিয়ামেই ২-৬ মে একটি চার-দেশীয় হকি টুর্নামেন্ট খেলবে ভারত। অধিনায়ক থাকছেন ভরত ছেত্রীই। টুর্নামেন্টের বাকি তিন দেশ অস্ট্রেলিয়া, জার্মানি ও গ্রেট ব্রিটেন। পুরনো দলটাই রয়ে যাচ্ছে এখানেও। |
বাস্কেটবলে রানার্স বর্ধমানের মেয়েরা |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
বর্ধমানে চলছে অনূর্ধ্ব ১৩ রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতা। মঙ্গলবারের নিজস্ব চিত্র। |
অনূর্ধ্ব ১৩ মেয়েদের রাজ্য বাস্কেটবলে ফের রানার্স হয়েছে বর্ধমান। ছেলেদের মতোই তারা হেরে গিয়েছে ফাইনালে। গ্রুপ লিগে বীরভূম ও কলকাতার রাখি সঙ্ঘকে পরপর হারিয়ে বর্ধমান সেমিফাইনালে ওঠে। সেখানে হুগলিকে ৪৩-১২ পয়েন্টে হারিয়েছে। কিন্তু ফাইনালে কলকাতার বড়িশা আসরের কাছে ৩০-৪৪ পয়েন্টে হেরে যাওয়ায় প্রতিযোগিতার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বর্ধমানকে। খেলার শেষ কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বর্ধমানের বাস্কেটবল খেলোয়াড়দের। দলের কোচ রীতেশ গুহের অভিযোগ, “বেশি বয়সী খেলোয়াড় নামিয়ে জিতেছে বড়িশা। খারাপ রেফারিংয়েরও শিকার হতে হয়েছে আমাদের।” বড়িশার কোচ দোলন বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “আমরা কলকাতার সমস্ত দলকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছিলাম। বেশি বয়সের খেলোয়াড় নামানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
|
রাজ্য ভারোত্তোলনে জেলার পাঁচ পদক |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হুগলির রিষড়ায় আয়োজিত রাজ্য সিনিয়র ভারোত্তোলনে পাঁচটি পদক পেল বর্ধমান। রানা সামন্ত ৬৯ কেজি বিভাগে ও শুভজিৎ সাহা ৫৬ কেজি বিভাগে সোনা জিতেছেন। ১০৫ কেজি বিভাগে পরমবীর সিংহ ও ৫৬ কেজি বিভাগে সন্দীপ ঘোষ রুপো জিতেছেন। ৭৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন অশোক প্রসাদ। দলে মোট সাত জন সদস্য ছিলেন।
|
দাত্তু ফাদকার স্কুল ক্রিকেট |
সিএবি পরিচালিত দাত্তু ফাদকার স্কুল ক্রিকেটের চূড়ান্ত পর্বে খেলার জন্য পুরুলিয়া জেলা থেকে যাচ্ছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনয়। মঙ্গলবার থেকে হুগলির চুঁচুড়ায় এই পর্বের খেলা শুরু হয়েছে বলে জানিয়েছেন মানভূম ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলার চ্যাম্পিয়ন দলগুলি নিয়ে চার ভাগে ভাগ করে এই পর্বের খেলাগুলি হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
|
পৈলানের ড্র |
আই লিগে পুণের মাঠে মুম্বই এফ সির সঙ্গে ১-১ ড্র করল পৈলান অ্যারোজ। |
|