পুলিশি ‘দুর্ব্যবহার’, প্রতিবাদে অভিযান |
পুলিশের ‘দুর্ব্যবহার’-এর প্রতিবাদে এ বার পথে নামছে ট্যাক্সিচালক ও ম্যাটাডর-মিনিডরের চালকদের সংগঠন। আগামী ১৮ এপ্রিল ‘লালবাজার চল’ অভিযানের ডাক দিয়েছে কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন এবং কলকাতা ম্যাটাডর ও মিনিডর অপারেটর্স ইউনিয়ন। ১৯ এপ্রিল শহরে প্রস্তাবিত ট্যাক্সি ধর্মঘটের আগের দিন ট্যাক্সিচালকদের এই কর্মসূচিতেও শহরে ট্যাক্সি পরিষেবা ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকছে। বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন ও সিটু অনুমোদিত ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়নও এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। এআইটিইউসি-র রাজ্য কার্যকরী কমিটির সদস্য নওলকিশোর শ্রীবাস্তব মঙ্গলবার বলেন, “ট্যাক্সি ও ম্যাটাডর-মিনিডরের সমস্যার কথা জানিয়ে আমরা স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছিলাম। কিন্তু জবাব না মেলায় পথে নামতে হচ্ছে।” ইউনিয়নগুলির তরফে বেশ কিছু সমস্যার কথাও তোলা হয়েছে। ট্যাক্সিচালক কোথাও যেতে রাজি না-হলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ফলে চালকেরা দুপুরে বা রাতে খাওয়ার অবসরও পাচ্ছেন না। শহরে পার্কিং-এর সমস্যা হচ্ছে। পুলিশও জরিমানা করছে। চালক ছাড়া পাঁচ জন যাত্রী ট্যাক্সিতে উঠলেও পুলিশ জরিমানা করছে। সকাল ন’টা থেকে রাত ন’টা শহরে ম্যাটাডর ঢুকতে পারে না। এই নিয়ম কিছুটা শিথিল করার আর্জি জানিয়েছে ইউনিয়নগুলি। বাস্তবে শহরের নাগরিকদের অভিজ্ঞতা কিন্তু বলছে, বেশির ভাগ ক্ষেত্রেই ট্যাক্সিচালককে কোথাও যেতে রাজি করাতে হিমশিম খেতে হয়।
|
ট্যাঙ্কে পড়ে মৃত্যু সাফাইকর্মীর |
জলের ট্যাঙ্ক সাফাই করতে নেমে পাইপে আটকে গিয়ে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। ওই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যায় নিউ টাউনের পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিং (পিএইচই)-এর প্রকল্প এলাকায়। পুলিশ জানায়, মৃত কর্মীর নাম শোভন নস্কর (২৬)। বিকেলে ৪-৫ জন ঠিকাকর্মী একটি জলের ট্যাঙ্কে সাফাইয়ের কাজ করছিলেন। শোভন হুক ধরে নামতে নামতে পিছলে গিয়ে একেবারে ট্যাঙ্কের নীচে পড়ে যান। সেখানে বেশ কয়েকটি পাইপের জালের মধ্যে আটকে পড়েন তিনি। অন্য কর্মীরা চেষ্টা করেও তাঁকে তুলে আনতে পারেননি। সন্ধ্যায় দমকল গিয়ে ওই কর্মীকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
উপস্থিতির হার কম থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বিদ্যাসাগর উইমেন্স কলেজে মঙ্গলবার সকাল থেকে শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এক দল ছাত্রী। সন্ধ্যা পর্যন্ত ঘেরাও চলে। অধ্যক্ষা শম্পা গুহ বলেন, “অসুস্থতার কারণে আমি কলেজে যেতে পারিনি। দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা স্নিগ্ধা নিয়োগী এবং অন্য শিক্ষক ও শিক্ষিকাদের ঘেরাও করা হয়েছিল।” দমদম মতিঝিল, জয়পুরিয়া কলেজ-সহ বহু কলেজে উপস্থিতির হার কম থাকা অথবা টেস্টে ফল খারাপ হওয়া সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। বেশির ভাগ ক্ষেত্রেই তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের এই ধরনের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠছে। বিদ্যাসাগর উইমেন্স কলেজের ঘটনাতেও অভিযোগের তির টিএমসিপি-র দিকেই। ওই সংগঠনের রাজ্য সম্পাদক তমোঘ্ন ঘোষ অবশ্য বলেন, “পড়ুয়ারাই ঘেরাও করেছেন। এতে আমাদের দলের হাত নেই।”
|
গঙ্গা ফিরিয়ে দিল দু’টি দেহ |
এক জন স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন। অন্য এক জন হাওড়া সেতু থেকে গঙ্গায় ঝাঁপ মেরেছিলেন বলে পুলিশ জানায়। মঙ্গলবার গঙ্গা থেকে দু’টি মৃতদেহই উদ্ধার করা হয়েছে। পুলিশি সূত্রের খবর, তাঁদের নাম হেমন্ত খৈতান ও প্রিন্স শর্মা। শিবপুরের বাসিন্দা হেমন্ত ৭ এপ্রিল রাতে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান। পরের দিন হাওড়া সেতু থেকে ঝাঁপ মারেন মদনমোহন বর্মন স্ট্রিটের বাসিন্দা প্রিন্স। মঙ্গলবার বিকেলে স্ট্র্যান্ড রোডে সিএসটিসি-র বাসের ধাক্কায় দীপালি চট্টোপাধ্যায় নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশের গুণ্ডা-দমন শাখা। সোমবার রাতে, হেস্টিংস থানা এলাকা থেকে। ধৃতের নাম মহম্মদ রিজওয়ান আহমেদ ওরফে বান্টি। তার বাড়ি নারকেলডাঙা মেন রোডে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ মঙ্গলবার জানিয়েছেন, ধৃতের থেকে মিলেছে তিনটি কার্তুজও।
|
আলিপুর চিড়িয়াখানার সামনে মঙ্গলবার রাতে পুলিশের গাড়ি উল্টে সাত কর্মী আহত হয়েছেন। পুলিশ জানায়, গাড়িটি রেস কোর্সের দিকে যাচ্ছিল। চিড়িয়াখানার সামনে আচমকাই এক পাশে হেলে উল্টে যায় সেটি। বৃষ্টিতে রাস্তা পিছল হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। |