ব্যবসা গোটাচ্ছে লুপ টেলিকমও |
এস টেল, এটিসালাত ডিবি-র পর এ বার লুপ টেলিকম। সুপ্রিম কোর্টের নির্দেশে টু-জি লাইসেন্স বাতিল হওয়ার জেরে শেষ পর্যন্ত মুম্বই ছাড়া দেশের বাকি অংশ থেকে ব্যবসা গোটানোর সিদ্ধান্তই নিল লুপ। সংস্থার মুখপাত্রের দাবি, “এ ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না।” তিনি জানান, ইতিমধ্যেই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে কলকাতা-সহ ১৩টি সার্কেলের প্রায় ৬,০০০ গ্রাহককে অন্য সংস্থায় যেতে বলা হয়েছে। তবে সিদ্ধান্ত মুম্বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে ৩০ লক্ষ গ্রাহক লুপ মোবাইলের পরিষেবা পান, যার লাইসেন্সও আলাদা। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বাতিল করা ১২২টি টু-জি লাইসেন্সের মধ্যে লুপ টেলিকমের ছিল ২১টি।
|
চড়া সুদ, মূল্যবৃদ্ধি ও বাড়তে থাকা জ্বালানির দামের গুঁতোয় গত ২০১১-’১২ অর্থবর্ষে ভারতে গাড়ি বিক্রি তার আগের বছরের থেকে বেড়েছে মাত্র ২.১৯%। গাড়ি সংস্থাগুলির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানিয়েছে, এই হার দু’বছরে সবচেয়ে কম। অবশ্য দেশীয় বাজারে বিক্রির সংখ্যা ২০,১৬,১১৫টি গাড়িতে পৌঁছে যাওয়ায় ভারত এই প্রথম দেশের মধ্যে ২০ লক্ষ গাড়ি বেচার রেকর্ড ছুঁয়ে ফেলেছে। আর এটা মার্চের বিক্রি এক ধাক্কায় ১৯.৬৬% বেড়ে যাওয়াতেই সম্ভব হয়েছে বলে জানান সিয়ামের প্রেসিডেন্ট এস শাণ্ডিল্য। এর আগে ২০১১-‘১২ সালে বিক্রি কমতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। বাজেটে দাম বাড়ার ইঙ্গিত মেলায় তার আগে তড়িঘড়ি অনেকে গাড়ি কিনতে থাকায় শেষ পর্যন্ত তা কমেনি। তবে সিয়ামের আশা, চলতি অর্থবর্ষে বিক্রি বাড়বে ১০-১২%।
|
দেশে পণ্য লেনদেন এক্সচেঞ্জগুলিতে বিদেশি আর্থিক সংস্থার ২৩% পর্যন্ত লগ্নির জন্য কেন্দ্রের আগাম অনুমতি লাগবে না। বিদেশি লগ্নির শর্ত শিথিল করতেই এই সিদ্ধান্ত। আগাম লেনদেনের এই সব এক্সচেঞ্জে ৪৯% পর্যন্ত বিদেশি লগ্নি অনুমোদিত।
|
এ বার যে কোনও লেনদেনে পাওনা টাকার অঙ্ক ২৫ হাজারের বেশি হলেই কেন্দ্রীয় সরকারের সব দফতরকে তা সরাসরি প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে। দক্ষ প্রশাসন তৈরির দায়বদ্ধতা পালনে এবং দুর্নীতি রোখার লক্ষ্যেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। মন্ত্রকের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস জানিয়েছে, ১ এপ্রিল থেকেই তা চালু হবে।
|
ডলারে ৩৩ পয়সা পড়ে টাকার দাম নামল তিন মাসের মধ্যে সবচেয়ে নীচে। এক ডলারের দাম হল ৫১.৪৭/৪৮ টাকা। আমদানিকারীদের তরফে ডলারের চাহিদা বৃদ্ধিই যার মূল কারণ, জানিয়েছে বাজার সূত্র। |