টুকরো খবর
কর্মবিরতিতে আইনজীবীদের একাংশ
পুলিশের ‘স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট’ তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুরে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিল বার অ্যাসোসিয়েশন। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায় জানান, নতুন এই কোর্টের বিরোধী তাঁরা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। যদিও আইনজীবীদের একাংশ কাজ করছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, মহকুমাশাসক পরিচালিত এসডিএম কোর্টে ১০৭, ১০৯ ও ১১০ ধারার বিচার করা হত। কিন্তু সরকারি নির্দেশে এখন থেকে এই তিন ধারার বিচার করবেন ম্যাজিস্ট্রেটের ক্ষমতাসম্পন্ন কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা। কলকাতা পুলিশেও একই নিয়ম চালু রয়েছে। কিন্তু দুর্গাপুরের বার অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্ত মানতে নারাজ হওয়ায় এই সিদ্ধান্ত। এ দিকে, বেশ কিছু আইনজীবী কাজ চালিয়ে যাওয়ায় বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষজনের তেমন ভোগান্তি হয়নি। তৃণমূল লিগ্যাল সেলের পক্ষে আইনজীবী দেবব্রত সাঁই বলেন, “রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপমবাবু এই অভিযোগ অস্বীকার করে জানান, সর্বসম্মত ভাবেই বারের বৈঠকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষার পরে এসে পৌঁছল অ্যাডমিট কার্ড
চাকরির পরীক্ষার দিন পেরিয়ে যাওয়ার পরে এসে পৌঁছল অ্যাডমিট কার্ড। ডাক বিভাগের বিরুদ্ধে তাই গাফিলতির অভিযোগ এনেছেন দুর্গাপুরের বি-জোনের এডিসন রোডের বাসিন্দা সুমনা পাল সাহা। অর্থনীতিতে স্নাতকোত্তর সুমনাদেবীর অভিযোগ, কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি পদে পরীক্ষার জন্য তিনি আবেদন করেছিলেন। পরীক্ষার দিন ছিল ২৫ মার্চ। কিন্তু তাঁর অ্যাডমিট কার্ড এসে পৌঁছায় ৯ এপ্রিল। তিনি বলেন, “ওখান থেকে কার্ড ছাড়া হয়েছিল ১২ মার্চ। ডাক বিভাগের গাফিলতির কারণে পরীক্ষা দেওয়ার সুযোগ হারালাম।” স্থানীয় ডাকঘর কর্তৃপক্ষ জানান, সুমনাদেবীর অভিযোগ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কাজে ‘বাধা’, বাড়ি ভাঙচুর
রাস্তা সম্প্রসারণের কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালাল এক দল দুষ্কৃতী। মঙ্গলবার বিধাননগর-মামড়া রোডের শরৎপল্লির ঘটনা। ‘আক্রান্ত’ বাসিন্দাদের অভিযোগ, এ দিন সকালে এক দল দুষ্কৃতী তাঁদের উপরে চড়াও হয়। বাড়িতে ভাঙচুর চালানো হয়। তাঁরা জানান, দীর্ঘ দিন ধরে তাঁরা এখানে বসবাস করছেন। রাস্তাটি সম্প্রসারিত হবে বলে শুনলেও কোনও নোটিস তাঁরা পাননি। এ দিকে, রাস্তা সম্প্রসারণের নাম করে ইতিমধ্যেই বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। বন দফতর অবশ্য জানিয়েছে, গাছ কাটার কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

কোথায় কী
কেতুগ্রাম: গাজন উপলক্ষে শিবের স্নানযাত্রা। রসুই। উদ্যোগ: গাজন কমিটি।

কেতুগ্রাম: শিবের গাজন উপলক্ষে দোলযাত্রা। নিরোল। সকাল ৮টা। উদ্যোগ: ঈশানেশ্বর বারোয়ারি কমিটি।

বর্ধমান: বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। গোলাপবাগ। সন্ধ্যা ৬ টা। উদ্যোগ: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।

বর্ধমান: যাত্রানুষ্ঠান। সোনা পলাশি। রাত ৮টা।

দুর্গাপুর: হ্যান্ডলুম এক্সপো। গাঁধী মোড় ময়দান। দুপুর ১২টা।

বারাবনি: ক্রিকেট প্রতিযোগিতা। আছড়া হাইস্কুল মাঠ। দুপুর ১টা। উদ্যোগ: আছড়া নেতাজি ক্লাব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.